চাকরি

বিদেশ যাচ্ছেন খালেদা?

উন্নত চিকিৎসার জন্য কি বিদেশ যাচ্ছেন বেগম জিয়া? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এবং সরকারের একাধিক দায়িত্বশীল সূত্রে কথা বলে এরকম ধারণা পাওয়া গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা বেগম জিয়ার সবচেয়ে ভালো চিকিৎসার ব্যবস্থা করেছি।

মেডিকেল বোর্ড এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সরকার এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবে।’ বেগম জিয়ার চিকিৎসার জন্য গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড নিয়মিত তাঁর স্বাস্থ্য পরীক্ষা করছেন। যদিও চিকিৎসক বোর্ডের প্রধান আবদুল জলিল চৌধুরী মনে করছেন, বাংলাদেশেই এবং বিএসএমএমইউতেই তাঁর দীর্ঘমেয়াদী চিকিৎসা দেওয়া সম্ভব।

কিন্তু বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং তাঁর আত্মীয় ডা. মামুন মনে করছেন, বেগম জিয়ার যে স্বাস্থ্যগত অবস্থা, তাতে এদেশে তাঁর সুচিকিৎসা সম্ভব নয়। তাঁর মতে, বেগম জিয়ার বা হাত বাঁকা হয়ে গেছে। বা কাঁধ নাড়তে পারছেন না। বাম পাশ ক্রমশ অবশ হয়ে যাচ্ছে। এটা প্যারালাইসিসের লক্ষণ। ডা. মামুন আজ বিএনপির নেতাদের জানিয়েছেন, ‘এ ধরনের অবস্থায় দীর্ঘমেয়াদী ফিজিও ও রিহ্যাব (পুনর্বাসন) প্রয়োজন হয়।’ বিএনপি নেতাদের তিনি বলেছেন,

‘এ ধরনের ফিজিও থেরাপির জন্য যে আধুনিক উপকরণ দরকার, তা বঙ্গবন্ধু তো নয়ই, বাংলাদেশেও নেই। তিনি মনে করে, বেগম জিয়াকে অনতি বিলম্বে দেশের বাইরে চিকিৎসার জন্য না নিলে তাঁর পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির শীর্ষস্থানীয় নেতারা, এই মুহূর্তে বেগম জিয়াকে বিদেশে পাঠালে রাজনীতির লাভ-ক্ষতির হিসাব কষছেন। এই নিয়েও বিএনপিতে মত-দ্বৈততার খবর পাওয়া গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদার চিকিৎসার সঙ্গে রাজনীতিকে না জড়ানোর পক্ষে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আগামী কয়েকদিন চিকিৎসকদের কার্যক্রমের পর যদি মনে হয় বেগম জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন, তাহলে মির্জা ফখরুল সে ব্যাপারে সরকারের সঙ্গে দেন দরবার করবেন বলে জানা গেছে। অবশ্য বিএনপির কয়েকজন সিনিয়র নেতা এই মুহূর্তে বেগম জিয়াকে বিদেশে নেওয়ার বিপক্ষে। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ মনে করেন, এখন সরকারের অপসারণে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি চলছে। বৃহত্তর ঐক্য গড়ে উঠেছে। এই সময় বেগম জিয়া বিদেশে গেলে কর্মী ও জনগণের কাছে ভুল বার্তা যেতে পারে। তাঁর মতো অনেকেই বেগম জিয়াকে এখন দেশেই রাখার পক্ষে।

তবে, সরকার বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে অত্যন্ত উদার নীতি গ্রহণ করেছে। সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, অসুস্থতার কোনো দায় সরকার নিতে চায় না। চিকিৎসকদেরকেও বলা হয়েছে, বেগম জিয়ার সুচিকিৎসার জন্য যা করা দরকার সেটাই করতে। সরকারের কেউ কেউ মনে করছে, বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে, তার দায়িত্ব ক্ষমতাসীন সরকারের ওপরই বর্তাতে পারে। নির্বাচনের আগে, এ নিয়ে নতুন বিতর্কে যেতে চায় না ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, ‘চিকিৎসকরা যদি তাঁকে দেশের বাইরে চিকিৎসার পরামর্শ দেয় এবং হাইকোর্ট যদি তাতে সম্মতি দেয়, সেক্ষেত্রে সরকার আপত্তি করবে না।’

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৯ অক্টোবর ২০১৮, ৭:০৬ অপরাহ্ণ ৭:০৬ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ