চাকরি

নির্বাচনে অংশ নিবে ঐক্যফ্রন্ট, কিন্তু...

রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভার আয়োজন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই জনসভায় বিএনপিসহ জোটের নেতাকর্মীদের ঢল নেমেছে।

শুক্রবার (৯ নভেম্বর) দুপুর ২টায় এই সমাবেশ শুরু হয়। রাজশাহীর সমাবেশ থেকে ঐক্যফ্রন্টের নেতারা জানিয়েছেন, তারা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান। কিন্তু সে জন্য পেছাতে হবে তফসিল এবং মেনে নিতে হবে তাদের ৭ দফা দাবি। সমাবেশে নেতার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাত দফা দাবি মানা না হলে আন্দোলনের মাধ্যমে আদায় করা হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। নির্বাচনী অংশ নিতে চায় ঐক্যফ্রন্ট, কিন্তু উস্কানি যেন না দেয়া হয়।

প্রথমবারের মতো ঐক্যফ্রন্টের কোন জনসভায় অংশ নিয়ে এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ অভিযোগ করে জানিয়েছেন, জনসভায় আসতে তাদের বাধা দেয়া হয়েছে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি কাদের সিদ্দিকী কিন্তু বিএনপি’র সভায় আসি নাই। কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের সভায় এসেছি। আপনারা যদি খালেদা জিয়াকে মুক্ত করতে চান তবে আপনাদের ঐক্যফ্রন্টকে অটুট রাখতে হবে।

সবাইকে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে দাবি আদায়ের আহ্বান জানান তিনি। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও ঐক্যফ্রন্টের নেতা আ স ম আব্দুর র সরকারকে উদ্দেশে বলেন, ‘সাত দফা না মেনে নির্বাচন বাংলাদেশে হতে পারে না। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেন। খালেদা জিয়াকে মুক্তি দেন, রাজবন্দিদের মুক্তি দেন। আমাদের সাত দফা মেনে নেন।’

অসুস্থতার কারণে যোগ দিতে পারেননি ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন। তবে তিনি মোবাইল ফোনে দেয়া বক্তব্যে বলেন, তড়িঘড়ি করে তফসিল ঘোষণার ফলে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে না। তড়িঘড়ি তফসিল ঘোষণা সংবিধান বিরোধী।

অন্যদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কারারুদ্ধ বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে দেশে কোন নির্বাচন হবে না। কোন তফসিল গ্রহণযোগ্য হবে না।’ সমাবেশে ঐক্যফ্রন্ট নেতার জানান, নির্বাচনে অংশ গ্রহণ করবেন কিনা এ ব্যাপারে দু’একদিনের মধ্যে তাদের অবস্থার স্পষ্ট করবেন।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৯ নভেম্বর ২০১৮, ৯:০৭ অপরাহ্ণ ৯:০৭ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ