আবহাওয়া

‘ইসিকে ভয়ভীতি দেখিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম বলেছেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচন কমিশনকে (ইসি) ভয়ভীতি দেখিয়েছেন।’

আজ বুধবার বিকেল চারটায় নির্বাচন ভবনে এইচটি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে ইসি’র বৈঠকে শুরু হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এইচ টি ইমাম বলেন, ‘গত কয়েকদিন বেশ কিছু রাজনৈতিক দল ও জোট ইসির সঙ্গে সংলাপ করেছে। তাদের কেউ ইসি’কে হেয় প্রতিপন্ন করে কথা বলেননি। কিন্তু একমাত্র ব্যতিক্রম ছিল জাতীয় ঐক্যফ্রন্ট।

তাদের কেউ কেউ কুরুচিপূর্ণ, অযাচিত ও শিষ্টাচারবর্জিত বক্তব্য প্রদান করেছে। তর্জনি উঁচিয়ে ইসিকে ভয়ভীতি দেখিয়েছে। জনগণ তা সহ্য করবে না, ভোটের মাধ্যমে এর সমুচিত জবাব দেবে জনগণ।’

তফসিল ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘তফসিল ঘোষণা ও নির্বাচন সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয়। কমিশন যেটা করবে, আওয়ামী লীগের তাতে পূর্ণ সমর্থন থাকবে।’

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন সম্পর্কে এইচ টি ইমাম বলেন, ‘বিষয়টি নিয়ে ইসির সঙ্গে কোনো কথা হয়নি। তবে আওয়ামী লীগ কখনো সেনবাহিনী মোতায়েনের বিপক্ষে নয়। প্রচলিত আইন অনুযায়ী সেনাবাহিনী মোতায়েন করলে তাতে আওয়ামী লীগের কোনো আপত্তি নাই।’

বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ অন্য চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত আছেন।

অপরদিকে আওয়ামী লীগের ১৬ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন, সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, উপদেষ্টা পরিষদ সদস্য ড. মসিউর রহমান, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন,

উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, রিয়াজুল কবীর কাওছার, গোলাম রাব্বানী চিনু, তানভীর ইমাম, ফজিলাতুন্নেছা বাপ্পীসহ আরও অনেকে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৭ নভেম্বর ২০১৮, ৮:৪১ অপরাহ্ণ ৮:৪১ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ