ভারত

বিক্রি হচ্ছে গ্রাম, কিনতে চাইলে জেনে নিন লাগবে কত দাম!

মেঠো পথ, দুই পাশে নুয়ে পড়া সবুজ ঘাস মাঝখানে, বুক চিরে তার মানুষের পদচিহ্ন। কবির বর্ণনায় উঠে আসা সবুজ গ্রামের চিত্র এটি। পণ্য কেনাবেচার এ যুগে এবার বিক্রি হচ্ছে গ্রাম। পুঁজিবাদের এ যুগে এটা খুবই স্বাভাবিক।

মানুষের অর্থনৈতিক সক্ষমতার ওপর নির্ভর করে তার ক্রয়ক্ষমতা। কিন্তু বর্তমানে এই ক্ষমতা এতই বেড়েছে যে, আস্ত একটি গ্রামই কিনতে আগ্রহ প্রকাশ করেছে অনেক ক্রেতা। ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডে। দেশটির সরকার ‘লেক ওয়েটাকি ভিলেজ’ নামের গ্রামটি বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছে। খবর সিএনএন।

তিন দশক ধরে জনশূন্য এই গ্রামটি দেশটির দক্ষিণ দ্বীপের ডানেডিন থেকে প্রায় ১১২ মাইল দূরে অবস্থিত। এর বিক্রয়মূল্য ধরা হয়েছে ২ দশমিক ৮ মিলিয়ন ডলার। এই গ্রামের আশপাশটাও বেশ নির্জন। তথাকথিত শহর বা গ্রাম বলতে আমরা যা বুঝি এটি ঠিক তেমন নয়।

গ্রামটিতে রয়েছে মাত্র আটটি বাড়ি, একটি রেস্টুরেন্ট এবং গাড়ি রাখার স্থান। তবে এর প্রাকৃতিক দৃশ্য খুবই নয়নাভিরাম। তাই অনেক পর্যটকের কাছে এটি খুবই আকর্ষণীয় স্থান।

প্রায় ৯০ বছর আগে এখানে একটি বাঁধ নির্মাণ করার সময় গ্রামটির গোড়াপত্তন হয়। ১৯৩০ সালে এখানে মানুষ আসতে শুরু করে। কিন্তু নির্মাণকাজ শেষে তারা সেখান থেকে চলে যেতে থাকে।

আবার ওই সময় নতুন করে অনেকে এসে বসবাস শুরু করেন। মানুষের আসা-যাওয়ার মধ্যেই গ্রামটি মুখরিত ছিল। একটা সময় এখানে প্রায় তিন হাজার মানুষের বসবাস ছিল। কিন্তু ১৯৮০ সালে গ্রামটি একেবারে খালি হয়ে যায়।

বিজ্ঞাপন দেখে নিউজিল্যান্ডভিত্তিক একটি রিয়েল এস্টেট এজেন্সির কর্মকর্তা কেলি মিলমিনে বলেন, গ্রামটিকে ভ্রমণের জন্য আদর্শ জায়গা হিসেবে গড়ে তোলা সম্ভব। তাই আমরা এটি কিনতে আগ্রহী।

তবে বিদেশি কিংবা অভিবাসীরা ইচ্ছে করলেও এটি কিনতে পারবেন না। চলতি বছরের আগস্টে দেশটিতে সম্পত্তি ক্রয়-বিক্রয় সংক্রান্ত আইন পাস হয়। ওই আইন অনুযায়ী নিউজিল্যান্ডের বৈধ নাগরিক ছাড়া কেউ সম্পত্তি কিনতে পারবেন না।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৩১ অক্টোবর ২০১৮, ৩:১৭ অপরাহ্ণ ৩:১৭ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ