প্রবাস

এবারের বিপিএলে কত টাকা পাবেন ক্রিকেটাররা?

সামনে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ৫ জানুয়ারি। আজ (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। রাজধানীর অবিজাত র‍্যাডিসন ব্লু’তে শুরু হয়েছে এর কার্যক্রম।

বিপিএলের পরিচালনা পর্ষদ এরই মধ্যে মোট ছয়টি ক্যাটাগরিতে বিভক্ত করেছে খেলোয়াড়দের। সর্বমোট ১৫৫ জন ক্রিকেটারকে তালিকাবদ্ধ করা হয়েছে। ‘এ+’, ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরিতে তাদের রাখা হয়েছে। গ্রেডের বিন্যাস অনুসারে ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করা হয়েছে।

‘এ+’ ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন একমাত্র মুশফিকুর রহিম। জাতীয় দলের নির্ভরযোগ্য এই উইকেট কিপার ব্যাটসম্যানের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৪০-৬০ লাখ টাকা।

এরপর ‘এ’ ক্যাটাগরিতে আছেন মোট ৭ জন ক্রিকেটার। তাদের নাম যথাক্রমে: এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, শফিউল ইসলাম ও রুবেল হোসেন। এই ৭ ক্রিকেটারের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরিতে আছেন বেশ কিছু ক্রিকেটার। নতুন-পুরাতন মিলিয়ে সুযোগ পেয়েছেন ১৭ ক্রিকেটার। শুভাগত হোম, শাহরিয়ার নাফিস, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান ও আবদুর রাজ্জাক। নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে মাঠে ফেরা মোহাম্মদ আশরাফুলও রয়েছেন ‘বি’ ক্যাটাগরিতে। এই ক্রিকেটারদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৮ লাখ টাকা।

‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা প্রত্যেকে পাবেন ১২ লাখ টাকা। অন্যদিকে ‘ডি’ ক্যাটাগরি অন্তর্ভুক্ত ক্রিকেটারদের ভিত্তিমূল্য ৮ লাখ টাকা। আর সর্বশেষ ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৮ অক্টোবর ২০১৮, ১২:৪১ অপরাহ্ণ ১২:৪১ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ