আবহাওয়া

বাসের অভাবে ময়লার গাড়িতে!

রাজধানীতে বেশির মানুষের চলাচলের প্রধান মাধ্যম গণপরিবহন। হঠাৎ করে এই পরিবহন বন্ধ হয়ে গেলে কী ধরনের দুর্ভোগ পোহাতে হয় তা সবারই জানা। শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটেও সীমাহীন দুর্ভোগে পড়েছে নগরবাসী।

রবিবার ভোর থেকে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। সপ্তাহের প্রথম কর্মদিবসে স্বাভাবিক অবস্থায় যেখানে যাত্রীর সামলাতে হিমশিম খায় গণপরিবহনগুলো সেখানে কোনো পরিবহনই নেই। বাধ্য হয়ে যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যে ছুটছে।

ধর্মঘট চলাকালে রাজধানীর শ্যামলী এলাকায় দেখা গেল বেশ কয়েকজন যাত্রী সিটি করপোরেশনের একটি ময়লার গাড়িতে চড়ে বসলেন। তাদের সঙ্গে কথা বলে জানা গেল, বিকল্প কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ময়লার গাড়িতেই গন্তব্যে যাচ্ছেন।

এভাবে নগরবাসী সীমাহীন দুর্ভোগ সঙ্গী করে গন্তব্যে ছুটছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রাস্তার ভোগান্তি। সুযোগ বুঝে রিকশা ও সিএনজি অটোরিকশা হাঁকছে কয়েক গুণ ভাড়া। অ্যাপভিত্তিক পরিবহন সেবা ‘উবার’-‘পাঠাও’ পরিমাণে কম। এগুলো পেতেও অনেক কষ্ট হচ্ছে।

এদিকে পরিবহন শ্রমিকরা শুধু ধর্মঘট ডেকেই ক্ষান্ত হয়নি, তারা বিভিন্ন স্থানে পরিবহন চলাচলে বাধাও সৃষ্টি করছে। মোটরসাইকেল ও সিএনজি থেকে যাত্রীদের নামিয়ে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সংবাদকর্মী আসাদুজ্জামান পোস্তগোলা থেকে আসছিলেন। যাত্রাবাড়ী আসার পর তার মোটরসাইকেল আটকে চাবি নিয়ে যায় শ্রমিকরা।

মতিঝিলে একটি সরকারি অফিসে চাকরি করেন আহমদ আলী। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় এসে দেখেন কোনো গণপরিবহন নেই। বাধ্য হয়ে তিনি একটি সিএনজিতে উঠেন কয়েকজনের সঙ্গে। কিন্তু কিছুদূর আসার পর সিএনজিটি থামিয়ে দেয় শ্রমিকরা। পরে বাধ্য হয়ে তিনি পায়ে হেঁটেই মতিঝিলে আসেন।

সড়কে গাড়ি না চললে কী ধরনের দুর্ভোগের ‍মুখোমুখি হতে হয় তা ভালো করেই নগরবাসী টের পেয়েছে গত আগস্ট মাসের শুরুতে। নিরাপদ সড়কের দাবিতে চলা শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলনে পুরো দেশ স্থবির হয়ে পড়ে। সেই সময়ও প্রায় এক সপ্তাহ সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার যাত্রীদের।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৮ অক্টোবর ২০১৮, ১১:২৬ পূর্বাহ্ণ ১১:২৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ