প্রবাস

যে মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ কখনো হারেনি

জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের প্রথম ওয়ানডে জিতে এগিয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে বুধবার বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৬ অক্টোবর শেষ ওয়ানডেটাও এখানেই অনুষ্ঠিত হবে। তামিম ইকবালের ঘরের মাঠ বাংলাদেশের জন্য এতটাই পয়মন্ত যে, এখানে জিম্বাবুয়ের কাছে হারের রেকর্ড নেই টাইগারদের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ছয়টি ওয়াডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। তার মধ্যে ৫টি ম্যাচই জিতে নিয়েছে স্বাগতিকরা। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০০৯ সালে ওয়ানডেতে প্রথম মুখোমুখি হয় বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ৫ ম্যাচ সিরিজের ওই চতুর্থ ওয়ানডে ম্যাচে ৬ উইকেটে জয় পায় টাইগাররা। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচেও এই ভেন্যুতে মুখোমুখি হয় দুই দল। ওই ম্যাচটি ১ উইকেটে জিতে নেয় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। সিরিজটি জিম্বাবুয়ে হেরে বসে ৪-১ ব্যবধানে।

২০০৯ সালের পর ২০১০ সালে আবারো বাংলাদেশ সফরে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসে জিম্বাবুয়ে। ওই সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হয় এই ভেন্যুতে। আবহাওয়ার চতুর্থ ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। তবে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি বাংলাদেশ ৬ উইকেটে জিতে নেয়। ৫ ম্যাচের ওই সিরিজটি ৩-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

২০১৪ সালে বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলে জিম্বাবুয়ে। দুটি ম্যাচই হারে সফরকারীরা। সিরিজের প্রথম ওয়ানডে ৮৭ রানে ও দ্বিতীয় ম্যাচটি ৬৮ রানে জিতে নেয় বাংলাদেশ।

জিম্বাবুয়ের পাশাপাশি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলীয় রেকর্ডও বেশ ভালো বাংলাদেশের। এখন অবধি ১৯ ম্যাচে অংশ নিয়ে ১০টিতে জয় ও ৭টি ম্যাচ হেরেছে টাইগাররা। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

এই ভেন্যুতে সর্বশেষ ২০১৬ সালের অক্টোবরে ওয়ানডে খেলেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ৪ উইকেটে হার মানে টাইগাররা। ওই হারে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৩ অক্টোবর ২০১৮, ৭:৫০ অপরাহ্ণ ৭:৫০ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ