সোশ্যাল মিডিয়া

এক বোতল হুইস্কির দাম ৮ কোটি টাকা!

হুইস্কির নাম শুনলে অনেককেরই মন একটু অন্য রকম হতে পারে। তবে যখন এক বোতল হুইস্কির দাম সোয়া ৮ কোটি টাকা তখন সেটা অবাক হওয়ারই বিষয়। এমনই অবাক করা বিষয় ঘটেছে স্কটল্যান্ডের এডিনবার্গে। সেখানে নিলামে এই বিপুল দামেই বিক্রি হয়েছে বিরল হুইস্কির এই বোতল।

এটি ছিল বিশ্বের অন্যতম সেরা স্বাদের বিরল একটি হুইস্কির বোতল। আর এটিই ছিল এই বিপুল দামের কারণ। চলতি বছরের মে মাসে এই একই সংস্থার একটি হুইস্কির বোতল বিক্রি হয় প্রায় ৭ কোটি ৯০ লাখ টাকায়। তাকেও ছাপিয়ে গেল এটি। বিক্রি হল প্রায় আট কোটি ১৫ লাখ টাকায়।

তবে এই বোতলটি কে কিনেছেন, তা জানানো হয়নি। তবে রিচার্ড হার্ভে নামে এক হুইস্কি বিশেষজ্ঞ জানিয়েছেন, এশিয়ার এক ব্যক্তি নিলামে কিনেছেন এটি। ১৯২৬ সালে প্রথম এই হুইস্কি তৈরি হয়। তারপর ম্যাককালান ডিস্টেলারিতে এটি রাখা ছিল কাস্কেই। বোতলে ভরা হয় ১৯৮৬ সালে।

মোট ২৪টি বোতলে ভরা হয়েছিল এটি। এর মধ্যে ১২টিতে পপ আর্টিস্ট পিটার ব্লেক ও ১২টিতে ভালেরিও আদেমি লেবেল লাগানো হয়েছিল। সেই ভালেরিও আদেমির বয়স এখন ৮৩ বছর। ছবি ও কমিক আর্ট তার সবচেয়ে পছন্দের। এক ব্যবসায়ী ম্যাককালান ডিস্টেলারি থেকে বোতলগুলো সরাসরি কেনেন। ওই মালিকই বিক্রি করেছিলেন এগুলো।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৬ অক্টোবর ২০১৮, ১:৫২ অপরাহ্ণ ১:৫২ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ