সোশ্যাল মিডিয়া

শিশু সন্তান নিয়ে জাতিসংঘ অধিবেশনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো তিন মাস বয়সী কন্যা নেভ তে আরোহাকে নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

২৪ সেপ্টম্বর, সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলন কক্ষে নেলসন ম্যান্ডেলা পিস সামিটে প্রথমবারের মতো ভাষণ দেন জেসিন্ডা। সে সময় নেভকে কোলে নিয়ে বসে থাকেন তার বাবা ক্লার্ক গেফোর্ড। নিউজিল্যান্ডের নিউজহাবকে দেওয়া সাক্ষাতকারে প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেছেন, ‘নিউজিল্যান্ডে বেশির ভাগ সময় নেভ আমার সঙ্গে থাকে।’ নেভ এখনো মায়ের বুকের দুধ পান করে। তাই ছয়দিনের নিউ ইয়র্ক সফরে তাকে সঙ্গে নিয়েছেন জেসিন্ডা।নিউজিল্যান্ড হেরার্ল্ডকে দেওয়া সাক্ষাতকারে জেসিন্ডা বলেন, ‘আমার সঙ্গীর খরচ আমি বহন করছি, নিউ ইয়র্ক সফরে নেভের দেখাশোনার জন্যই তার বাবাকে সঙ্গে নেওয়া হয়েছে।’

জেসিন্ডা দ্বিতীয় সরকারপ্রধান, যিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় মা হয়েছেন। গত ২১ জুন নেভ তে আরোহার জন্ম দেন জেসিন্ডা। এর আগে ১৯৯০ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রথম মা হয়েছিলেন পাকিস্তানের বেনজির ভুট্টো। জাতিসংঘের মুখপাত্র স্টেফানে ডুজারিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘প্রধানমন্ত্রী আরডার্ন দেখিয়েছেন, কর্মজীবী মায়ের চেয়ে আর কেউ নিজের দেশকে এত ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারেন না।’ স্টেফানে ডুজারিক আরও বলেন, ‘বিশ্বনেতাদের মধ্যে মাত্র ৫ শতাংশ নারী। তাই যতটা সম্ভব নারীদের নেতৃত্বকে স্বাগত জানানো প্রয়োজন।’

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে শুরু হয়েছে সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশন। সোমবার সাধারণ পরিষদের সম্মেলন কক্ষে নেলসন ম্যান্ডেলা পিস সামিট অনুষ্ঠিত হয়। বর্ণবাদবিরোধী সংগ্রামী নেলসন ম্যান্ডেলার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সামিট আয়োজন করা হয়।

এ ছাড়া ‘গ্লোবাল কল টু অ্যাকশন অন ড্রাগ প্রবলেম’ শীর্ষক হাই লেভেল ইভেন্টে এবং জাতিসংঘ সদর দফতরের ইকোসক চেম্বারের (ইসিওএসওসি) ইউএন হাইকমিশনার ফর রিফ্যুজিস আয়োজিত ‘গ্লোবাল কমপ্যাক্ট অন রিফ্যুজিস: এ মডেল ফর গ্রেটার সলিডারিটি অ্যান্ড কোঅপারেশন’ শীর্ষক হাই লেভেল ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৫ সেপ্টেম্বর ২০১৮, ৯:০৫ অপরাহ্ণ ৯:০৫ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ