সোশ্যাল মিডিয়া

দিনে উপস্থাপনা আর রাতে ডাকাতি করেন তিনি!

ফুটবল উপস্থাপক হিসেবে বেশ সুনাম আছে তার। জনপ্রিয় ফুটবল উপস্থাপকদের মধ্যে তিনি একজন। কিন্তু সম্প্রতি ডাকাতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বলছিলাম বেলজিয়ামের স্টেফানে পাওয়েলসের কথা।

দেশটির সরকারি আইনজীবী জানিয়েছে চলমান তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৭ সালে প্রথম স্টেফানের বাড়িতে তল্লাশি চালানো হয়। সে সময় পুলিশ বেশ তোপের মুখে পড়েছিল সংবাদ মাধ্যমগুলোর। এক সময় বাধ্য হয়ে পিছু হটে পুলিশ।

কিন্তু এবার গ্রেপ্তারের পরদিনই স্টেফানকে আদালতে হাজির করা হয়। বিচারক আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ আনেন। তবে শর্তসাপেক্ষে জামিনও দেওয়া হয়েছে পাওয়েলসকে। পাওয়েলসের চাকরিদাতা প্রতিষ্ঠান আরটিএল বেলজিয়াম সাময়িকভাবে স্টেফানকে বহিষ্কার করেছে।

স্টেফানকে এবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। ততদিন পর্যন্ত তাকে নিষিদ্ধ থাকতে হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে আরটিএল, ‘আরটিএল বেলজিয়ামের পরিচালনা পর্ষদ দৃঢ়ভাবে প্রত্যাশা করে, এই ঘটনা যত দ্রুত সম্ভব পরিষ্কার করা হবে।’

৫০ বছর বয়সী স্টেফান বেলজিয়াম ও ফ্রান্সের বেশ কিছু টিভি অনুষ্ঠানে কাজ করেন। এর মধ্যে আছে বেলজিয়ামের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল আরটিএল-টিসিক্স। তার মতো তারকা, প্রচুর আয় করেন, ধনীরা থাকে এমন শহরে থাকেন; সেই তিনি কেন ডাকাতি করতে যাবেন, অনেকের কাছেই বিষয়টি পরিষ্কার নয়।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৩০ আগস্ট ২০১৮, ১০:১৩ অপরাহ্ণ ১০:১৩ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ