ভারত

ছেলেদের বড়, মেয়েদের পকেট ছোট কেন?

আমরা যখন লিঙ্গ অসমতার কথা ভাবি, তখন প্যান্টের পকেটের কথা কি ভাবি? পুরুষের প্যান্টের পকেটটি বেশ বড় আর নারীর প্যান্টের পকেটটি ছোট। কিন্তু নারীর পকেটটি কেন ছোট? এর কি কোনো উপকারিতা আছে? নতুন এক গবেষণা এর উত্তর দিয়েছে। বলছে, এটা বাস্তবসম্মত নয়।

এতদিন আমরা এটা জেনে আসলেও নতুন এ গবেষণা আনুষ্ঠানিকভাবে জানাল, পুরুষের তুলনায় সত্যিই নারীর পকেট উল্লেখযোগ্যভাবে ছোট, যা সম্পূর্ণ অকার্যকর।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট অনলাইন জানিয়েছে, গবেষণার মাধ্যমে দ্য পুডিং দেখিয়েছে, ছেলেদের জিন্সের তুলনায় মেয়েদের জিন্স ৪৮ শতাংশ ছোট এবং সাড়ে ছয় শতাংশ সরু।

ক্যালভিন ক্লেইন, এইচ অ্যান্ড এম, লেভিস, রালফ লরেনের মতো বিশ্বের প্রধান কুড়িটি ফ্যাশন ব্র্যান্ডের আশি প্রকার জিন্সের পকেটের মাপ পরীক্ষা করে গবেষক দল জানিয়েছেন, মেয়েদের পকেট খুব ছোট। তবে তাঁরা বলছেন, এ কারণে মেয়েদের প্যান্ট নান্দনিকও।

পকেটে রাখা হয় এমন জিনিস, যেমন চাবির গোছা, ফোন, ওয়ালেট— এসব ছেলেদের পকেটে রাখা যায়, কিন্তু মেয়েদের পকেটে রাখা যায় না। ৪০ শতাংশ মেয়েদের জিন্সে আইফোন রাখা যায় আর ২০ শতাংশ মেয়েদের জিন্সে স্যামসাং গ্যালাক্সি রাখা যায়। আর সব রাখার জায়গা কই!

এদিকে, ছেলেদের জিন্সের সামনের পকেটে আইফোন রাখা যায়। ৯৫ শতাংশ জিন্সে স্যামসাং গ্যালাক্সি অনায়াসে রাখা যায়। কিন্তু মেয়েরা তা পারেন না।

পকেট এত ছোট যে, মেয়েরা জিন্সের প্যান্টের সামনের পকেটে সহজে হাত পর্যন্ত ঢোকাতে পারেন না। গবেষণা বলছে, মাত্র ১০ শতাংশ জিন্সের পকেট মেয়েদের হাত ঢোকানোর উপযোগী। অথচ ছেলেদের জিন্সের সামনের পকেটে ছেলে-মেয়ে উভয়ের হাত একসঙ্গে ফিট হয়ে যায়!

ছেলেদের তুলনায় মেয়েদের সামনের পকেট অনেক ছোট। এ কারণে ছেলেরা বেশি সুবিধা ভোগ করেন। তবে পকেটে লিঙ্গবৈষম্য কমিয়েছে ডেনিম ব্র্যান্ড। তাদের জিন্সে পকেট বেশ বড়। যাহোক, মেয়েদের পকেট একটু বড় হলে সামান্য কিছুর জন্য আর বড় পার্স টানতে হতো না!

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৫ আগস্ট ২০১৮, ১১:৩৪ অপরাহ্ণ ১১:৩৪ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ