সারাদেশ

পৃথিবীর সবচেয়ে কাছে আসছে মঙ্গলগ্রহ!

গত ১৫ মাসের ইতিহাসে পৃথিবীর সবচেয়ে কাছে আসছে মঙ্গলগ্রহ। ২৭ জুলাই, শুক্রবার থেকে ৩১ জুলাই, শনিবার পর্যন্ত মঙ্গলগ্রহ পৃথিবীর কাছাকাছি অবস্থান করবে। এ সময় লালচে এ গ্রহটি পৃথিবী থেকে খালি চোখে আরও বড় স্পষ্ট দেখাবে।

আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, চারদিন পৃথিবীর কাছাকাছি থাকার সময়ের মধ্যে পৃথিবী ও মঙ্গলের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হলে ৩১ জুলাই, শনিবার। এদিন পৃথিবী ও মঙ্গলের মধ্যে দূরত্ব হবে পাঁচ কোটি ৭৬ লাখ কিলোমিটার। যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম দূরত্ব।

জ্যোতির্বিজ্ঞানের মতে, মঙ্গলগ্রহ পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। এরব্যাস পৃথিবীর প্রায় অর্ধেক আর পৃথিবী সবচেয়ে কাছের দূরত্ব সাড়ে পাঁচ কোটি কিলোমিটার ও সবচেয়ে বেশি দূরত্ব হতে পারে প্রায় ৪০ কোটি কিলোমিটার। অর্থাৎ সারাবছরই মঙ্গলগ্রহ পৃথিবী থেকে বিভিন্ন দূরত্বে অবস্থান করে।

এর আগে ২০০৩ সালের আগস্ট মাসে গ্রহটি ৬০ হাজার বছরে পৃথিবীর সবচেয়ে কাছে এসেছিল। সে সময় পৃথিবী থেকে গ্রহটির দূরত্ব ছিল প্রায় ৫ কোটি ৫৪ লাখ কিলোমিটার।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৮ জুলাই ২০১৮, ৫:২৯ অপরাহ্ণ ৫:২৯ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ