গত ১৫ মাসের ইতিহাসে পৃথিবীর সবচেয়ে কাছে আসছে মঙ্গলগ্রহ। ২৭ জুলাই, শুক্রবার থেকে ৩১ জুলাই, শনিবার পর্যন্ত মঙ্গলগ্রহ পৃথিবীর কাছাকাছি অবস্থান করবে। এ সময় লালচে এ গ্রহটি পৃথিবী থেকে খালি চোখে আরও বড় স্পষ্ট দেখাবে।
আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, চারদিন পৃথিবীর কাছাকাছি থাকার সময়ের মধ্যে পৃথিবী ও মঙ্গলের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হলে ৩১ জুলাই, শনিবার। এদিন পৃথিবী ও মঙ্গলের মধ্যে দূরত্ব হবে পাঁচ কোটি ৭৬ লাখ কিলোমিটার। যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম দূরত্ব।
জ্যোতির্বিজ্ঞানের মতে, মঙ্গলগ্রহ পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। এরব্যাস পৃথিবীর প্রায় অর্ধেক আর পৃথিবী সবচেয়ে কাছের দূরত্ব সাড়ে পাঁচ কোটি কিলোমিটার ও সবচেয়ে বেশি দূরত্ব হতে পারে প্রায় ৪০ কোটি কিলোমিটার। অর্থাৎ সারাবছরই মঙ্গলগ্রহ পৃথিবী থেকে বিভিন্ন দূরত্বে অবস্থান করে।
এর আগে ২০০৩ সালের আগস্ট মাসে গ্রহটি ৬০ হাজার বছরে পৃথিবীর সবচেয়ে কাছে এসেছিল। সে সময় পৃথিবী থেকে গ্রহটির দূরত্ব ছিল প্রায় ৫ কোটি ৫৪ লাখ কিলোমিটার।