প্রবাস

মেসি-নেইমারের প্রতি গোলে খাবার জুটবে ১০ হাজার শিশুর

দুজনেই চিরপ্রতিদন্দ্বী দুই দেশের সুপারস্টার। আবার বার্সেলোনার জার্সিতে দুজনেই ছিলেন অকৃত্রিম বন্ধু। নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে আসলেও মেসির সঙ্গে তার বন্ধুত্ব আগের মতোই আছে।

এই দুই সুপারস্টারকে নিয়ে শিশুদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। সংস্থাটির বিশ্ব খাদ্য কর্মসূচির অংশ হিসেবে মেসি-নেইমারের প্রতি গোলে ১০ হাজার স্কুল শিক্ষার্থীর মধ্যাহ্নভোজের খাদ্যের পিছনে যাবতীয় খরচ জোগানো হবে!

শুধু রাশিয়া বিশ্বকাপ শুধু নয়, ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত দুই তারকা যত গোল করবেন, তার প্রতিটির জন্য লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ক্ষুধার্ত শিশুদের মুখে হাসি ফুটবে। এমন অভিনব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি আর্জেন্টিনা ও ব্রাজিলের তারকা।

মেসি বলেছেন, 'এমন মহান উদ্যোগে সামিল হতে পেরে গর্ব বোধ করছি। ভাবতেই পারছি না, আমাদের প্রতিটি গোলের এত শক্তি! এখন থেকে ওদের কথা ভেবে গোলের জন্য প্রাণপাত করব। আশা করি, অনেক অনেক শিশুর মুখে হাসিও ফোটাতে পারব।'

নেইমারের কথায়, 'আমরা চাই শিশুদের খাদ্যের নিশ্চয়তা দিতে। চেষ্টা করব সবরকম ভাবে এই পরিকল্পনা সফল করতে। তাই আমি আর মেসি একসঙ্গে লড়াইয়ে নেমেছি।'

ক্ষুধার্ত শিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি দুই তারকাই এই মুহূর্ত ব্যস্ত বিশ্বকাপ জয়ে স্বপ্ন পূরণ করতে। মেসি না নেইমার— রাশিয়ায় কার হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি তা অবশ্য সময়ই বলবে।

তবে ১৯৮৬ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা তার উত্তরসূরিকে চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন। আর চোট কাটিয়ে উঠে নেইমার ফেবারিটের তকমা গায়ে লাগিয়ে শুরু করবেন রাশিয়া বিশ্বকাপ।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২ জুন ২০১৮, ১:১০ অপরাহ্ণ ১:১০ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ