‘পচা খাবার বিক্রিতে সত্যিই আমি লজ্জিত’

সত্যিই আমি লজ্জিত – রাজধানীর নিউ মার্কেটের বিভিন্ন খাবারের দোকানে ভেজালবিরোধী অভিযান চালিয়ে বেশকয়েকটি দোকানে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পচা-বাসি খাবার থাকা ও অপরিচ্ছন্ন অবস্থায় খাবার রাখার অভিযোগে এসব দোকানকে জরিমানা করা হয়।

এ সময় দোকানগুলোর ৮ কর্মচারীকে আটক ও জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (২০ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।

নিউমার্কেটের ভেতরে ফাস্টফুড বিক্রিকারী ওয়েস্টার্ন ফুড, অ্যারোমা ফুড, কিং ফুড, ক্যাপিটাল ফুড, আল-আমিন ফুড, সৈকত ফুড, ক্যাপ্রি ফুড ও ফুডপার্ক নামের রেস্টুরেন্টগুলোতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

রেস্টুরেন্টগুলোতে পচা ও বাসি খাবার ছাড়াও অপরিচ্ছন্ন অবস্থায় খাবার তৈরি ও সংরক্ষণ করা হতো। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে প্রত্যেক রেস্টুরেন্টের মালিক পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালত মালিকদের না পেয়ে প্রত্যেক রেস্টুরেন্ট থেকে একজন করে কর্মচারীকে আটক করে।

এ সময় ১০টি দোকানকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মালিকরা জরিমানার টাকা পরিশোধ না করলে আটক প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। তবে অভিযানের সময় তিনটি দোকানের মালিক জরিমানার টাকা সঙ্গে সঙ্গে পরিশোধ করে দেয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন নিউমার্কেট মালিক সমিতির কোষাদক্ষ্য মো. জুম্মা। তিনি বলেন, ‘আমার নিজের কাছেই লজ্জা লাগছে আমাদের মার্কেটে এমন পচা বাশি খাবার বিক্রি করা দেখে। সত্যিই আমি লজ্জিত।’

নিউমার্কেট ব্যবসায়ি সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এমন পচা খাবার মার্কেটে বিক্রি হয় আমি জানতাম না। তবে এবার থেকে আমরা নিজেরাই নজরদারি রাখবো।’

‘পচা খাবার বিক্রিতে যারা ধরা খেয়েছেন আমরাও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান বলেন, ‘কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায় হলে আটকদের কারাদণ্ড ভোগ করতে হবে।’

‘এমন অভিযান অব্যাহত থাকবে। এখন শুধু জরিমানা করা হয়েছে। এরপর দোকান সিলগালা করে দেব।’

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২০ মে ২০১৮, ২:৫২ অপরাহ্ণ ২:৫২ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ