ভ্রমণ

মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবরঃ এখন থেকে খুব সহজেই পাবেন এই সুবিধাটি

মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী কর্মীরা ভিসা নবায়নের জন্য মেডিকেল পরীক্ষা দিতে হয়৷ সরকার এই মেডিকেল পরীক্ষাকে বাধ্যতামূক করেছে, যার ফলে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ না হলে ভিসা নবায়ন করা সম্ভব নয়৷

মেডিকেল পরীক্ষাতে সাধারণত এক্সে, রক্ত ও পর্সাব-এর পরীক্ষা নেয়া হয়৷ এ সকল পরীক্ষাতে এইডস, জন্ডিস, যক্ষা ও বুকের হাড় স্বাভাবিক আছে কি-না তা দেখা হয় ৷ মেডিকেল পরীক্ষা নিয়েও কর্মীদের সাথে প্রতারণা করা হয় বলে অভিযোগ রয়েছে৷ নিয়োগকর্তা বা এজেন্ডদের বিরুদ্ধে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হলেও অতিরিক্তি অর্থ নেওয়া, পরীক্ষার ফল না দেখিয়েই লেভির (কর) অর্থ নেওয়া, কর্মীকে পরীক্ষায় অকৃতকার্য বলে ভিসা নবায়ন না করা বা নিজ দেশে ফেরত পাঠানো এমন কিছু অভিযোগের খবর পাওয়া গেছে৷

এ দিকে প্রবাসী কর্মীদের মেডিকেল পরীক্ষা নিরীক্ষণ এজেন্সি ফোমিমা (FOMEMA) মেডিকেল পরীক্ষা ও বীমা প্রোগ্রাম নিবন্ধনের জন্য একটি নন স্টপ অনলাইন পোর্টাল চালু করা হয়েছে বলে জানিয়েছে৷ ফোমিমা’র সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক মোহম্মদ হাতার ইসমাইল জানিয়েছে, ২০১৬ সালের নভেম্বরের প্রথম দিকে এটি চালু হয়েছিল৷

মেডিকেন পরীক্ষা দেয়ার পর এর ফলাফল ঘরে বসেই দেখা সম্ভব৷ পরীক্ষার তথ্য বা ফলাফল দেখার ধাপ নিচে যুক্ত করা হলো ৷ কম্পিউটার ও এনড্রয়েট যেকোন মোবাইল দিয়ে ফল দেখা যায় ৷ইন্টারনেট যুক্ত করতে হবে৷ তারপর নেট ব্রাউজার খুলে www.fomema.com.my এই ঠিকানায় প্রবেশ করতে হবে৷

ওয়েব সাইটে প্রবেশ করলে একবারে নিচের দিকে Online Service লিখা একটি অপশন দেখা যাবে ৷ এই অপশনের নিচেই Online Result লেখাতে ক্লিক করে পরবর্তী ধাপে প্রবেশ করতে হবে৷

এই পেইজে প্রবেশ করার সাথে সাথে Worker Code লেখা পাঁচটি ঘর চোখে পরবে ৷ এই ঘরগুলোর নিচেই Passport Number লিখা আরও পাঁচটি ঘর দেখা যাবে ৷ শুধু Passport Number 1 লিখা ঘরে পাসপোর্ট নম্বর লিখে SUBMIT করলেই মেডিকেল পরীক্ষার ফল বা তথ্য পদর্শিত হবে৷ মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হলে পাসপোর্ট নম্বর, নাম ও পরীক্ষার ফল অনলাইনের তারিখসহ লিখা থাকে ৷ SUBMIT করার পর যদি কোন তথ্য পদর্শিত না হয় তাহলে বুঝতে হবে ওই কর্মী মেডিকেল পরীক্ষার জন্য নিবন্ধন করা হয়নি ৷

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৪ মে ২০১৮, ১২:০৫ অপরাহ্ণ ১২:০৫ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ