সারাদেশ

যে নতুন চমক আসছে ফেসবুকে!

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক গনমাধ্যম ফেসবুক। সম্প্রতি নতুন এক ফিচার আনতে চলেছে ফেসবুক। ফেসবুক কর্তৃপক্ষ আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিল, ‘ডিসলাইক’ বলে একটি অপশন আসতে পারে। তবে নতুন ‘ডাউনভোট’ ফিচারটি যে একেবারে ‘ডিসলাইক’-এর মতো কাজ করবে, তা নয়।

অনেকদিন ধরেই বিভিন্ন কথা শোনা যাচ্ছিল। এবার গ্রাহকদের সুবিধার্থে বড় রকম বদল আনল ফেসবুক। ইউটিউবের আদলে দু’টি নতুন ফিচার এনে চমক দিল মার্ক জুকারবার্গের বিশ্বখ্যাত এই সংস্থা।

এখন থেকে ফেসবুক খুললে বিভিন্ন পোস্টে দু’টি নতুন অপশন দেখা যাবে। ‘আপভোট’ ও ‘ডাউনভোট’ নামে এই নতুন দু’টি অপশনের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন পোস্ট কিংবা কমেন্টে নিজেদের মতামত জানাতে পারবেন। এমনটাই জানা গিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য নেক্সট ওয়েব’-এ।

ফেসবুক কর্তৃপক্ষ আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিল, ‘ডিসলাইক’ বলে একটি অপশন আসতে পারে। তবে নতুন ‘ডাউনভোট’ ফিচারটি যে একেবারে ‘ডিসলাইক’-এর মতো কাজ করবে, তা নয়।

কোনও ফেসবুক ব্যবহারকারী যদি কোনও পোস্ট কিংবা কমেন্টে ‘ডাউনভোট’ অপশন ক্লিক করেন, তা হলে সেই পোস্টটি হাইড হয়ে যাবে তার কাছে। পাশাপাশি যিনি ওই পোস্টটি করেছেন তিনিও বুঝতে পারবেন, তার পোস্ট কিংবা কমেন্টে নেগেটিভ রিঅ্যাকশন পড়ছে।

ওই প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসেই এই ‘আপভোট’ ও ‘ডাউনভোট’ ফিচারটি নিয়ে পরীক্ষা চালায় ফেসবুক। তবে এই ফিচার দু’টি ভারতীয় উপমহাদেশে এখনও চালু হয়নি। আপাতত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু হয়েছে ‘আপভোট’ ও ‘ডাউনভোট’ ফিচার দু’টি।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১ মে ২০১৮, ১২:৫৭ অপরাহ্ণ ১২:৫৭ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ