ভারত

পর্দায় ভিলেনদের চেহারা ভয়ঙ্কর দেখানো হয় কেন?

শত বছর আগের সেই ডায়ালগহীন সিনেমা থেকে শুরু করে এখন পর্যন্ত ভিলেনদের বিশেষ সাজের চর্চাটা চলে আসছে। চলচ্চিত্র নির্মাতারা শুরু থেকেই ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য ভিলেনদের জন্য বিশেষ সাজের ব্যবস্থা করেছেন। ১৯২১ সালে ‘নসফেরাটু’ নামের একটি চলচ্চিত্রে ভিলেন হিসেবে ধূসর ফ্যাকাশে বর্ণের চুলহীন ভয়ানক একজনকে দেখানো হয়।

তারপর থেকে চলচ্চিত্রে ভিলেনদের এই বিশেষ রূপের চর্চাটা প্রথা হয়। ‘ডার্থ ভেডার’ নামক চলচ্চিত্রে ফ্রেডি কুগারের ভিলেনরূপী চেহারাটা ছিল ভয়ানক। তার চেহারার বড় পোড়া দাগ, চেহারায় বিশাল আকৃতির ক্ষত- সব মিলিয়ে তাকে করে তোলা হয়েছিল ভয়াবহ এক চরিত্র। অদ্ভুত ত্বকের রঙ, চোখের নিচে ঘন কালি এবং ভয়ংকর বাদ্যের বাজনা দিয়ে সিনেমাগুলোকে করে তোলা হয় ভয়ানক।

সম্প্রতি ‘জেএএমএ ডার্মাটোলজি’ নামক একটি গবেষণাপত্রে চলচ্চিত্রে প্রদর্শিত ভিলেন কনসেপ্ট এবং তাদের ভয়ানক মুখের বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মেডিকেল শাখার গবেষক জুলিয়া এ ক্রোলি এবং তার সহকর্মীরা হলিউডের সর্বকালের সেরা ১০ সিনেমার হিরো এবং ভিলেনদের ত্বকের সাজ মূল্যায়ন করেছেন।

গবেষকদল খুঁজে পান প্রায় ৬০ শতাংশ শীর্ষ ভিলেনদের ত্বক বা মুখের বৈশিষ্ট্য প্রায় একই রকম গঠনরে হয় থাকে। ৩০ শতাংশ ভিলেনদের চোখের নিচে কালি থাকে। ৩০ শতাংশ ভিলেনদের মাথায় চুল থাকে না। ২০ শতাংশ ভিলেনদের চেহারায় ঝুলে পড়া চামড়া থাকে। ২০ শতাংশ ভিলেনদের চেহারায় বিভিন্ন ধরনের ক্ষত বা কাটা দাগ থাকে। ২০ শতাংশ ভিলেনদের চেহারায় বড় আঁচিল বা কালো দাগ থাকে।

গবেষণায় আরো দেখা গেছে, যেখানে ৬টি সিনেমার ভিলেনদের চেহারায় ত্রুটি ছিল, সেখানে মাত্র ২টি সিনেমার নায়কদের চেহারায় ত্রুটি ছিল। তবে নায়কদের চেহারায় যে ত্রুটি ব্যবহার করা হয় তা ভিলেনদের তুলনায় যথেষ্ট সূক্ষ্ম।

এই গবেষণাপত্রের অন্যতম লেখক এবং সানফ্রান্সিসকোর একজন ত্বকবিজ্ঞানী ভেইল রিস অবশ্য ভিলেনদের এই অদ্ভুত সাজের সমালোচনা করেছেন। তার মতে, কোনো মানুষকে ভয়ানক বানানো একটি নিয়মবিরুদ্ধ কাজ এবং তিনি এটির বিরোধিতা করে বলেন, ‘একজন ভিলেন চরিত্রের অভিনেতার স্বাভাবিক জীবন রয়েছে, পরিবার রয়েছে। তার এই অভিনয়ের একটি নেতিবাচক প্রভাব তার পরিবারের ওপর পড়তে পারে। তাছাড়া তারা সাধারণ মানুষের মধ্যে চলাচলের সময় সিনেমায় প্রদর্শিত তাদের ভয়ংকর রূপের একটি নেতিবাচক প্রভাব পড়া অস্বাভাবিক কিছুই নয়।’

ভয়ঙ্কর ভিলেনগুলোর চেহারা একটা সময়ে তাদের ইতিহাসে পরিণত হয়ে যায়। এই ধরনের চরিত্রগুলো অতীত থেকে পালাতে সক্ষম হন না কারণ তাদের ভয়ানক অভিনয় দর্শকের দৃষ্টি থেকে অদৃশ্য হয় না।

কার্নেগী মেলন বিশ্ববিদ্যালয়ের বিবর্তনীয় মনোবিজ্ঞানের অধ্যাপক ডেভিড র‍্যাকিসন বলেন, ‘ভয়ানক কিছু আমাদের ভীত করে তোলে। আমাদের কল্পনাগুলোতে সাধারণত আমরা সুন্দর সাবলীল একটি চেহারা চিন্তা করি। কেননা সুস্থ মানুষ বলতে আমরা সেটাই বুঝি। আর একজন কুৎসিত মানুষ দেখলে আমাদের অসুস্থতার কথা মাথায় আসে। তাছাড়া ভয়ানক চেহারা আমাদের আত্মঘাতী এবং সমাজের বাইরে বসবাসকারী কোনো এক ভিন্ন ধরনের মানুষের কথা মনে করিয়ে দেয়।’

কিন্তু মানুষজন বাস্তব জীবনে পর্দায় তাদের দেখে ভয় পাওয়ার মানে এই নয়, তারা শারীরিক বা মানসিকভাবে অসুস্থ। এই কারণেই সিনেমার চর্চাটা আসলে একটি চিন্তার বিষয়। গবেষণার ফলাফলে বলা হয়, হলিউডে সিনেমার মাধ্যমে ত্বকের রোগগুলোকে একটি নেতিবাচক জায়গায় ফেলা হচ্ছে এবং এগুলোর প্রভাব সিনেমা থিয়েটারের বাইরেও দেখা যাচ্ছে।

উল্লেখ্য যে, ত্বকের রোগে আক্রান্ত কিছু সংখ্যালঘু মানুষকে শিকার বানিয়ে এমন করার ফলে আমাদের সমাজে নানান সমস্যা, রোগগুলো নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে এবং এর ফলে সেসব রোগে আক্রান্ত মানুষদের সাধারণ মানুষের জগত থেকে আলাদা করে ফেলা হচ্ছে। আসলে সুন্দর মানুষ সবসময় বাহ্যিকভাবে সুন্দর হয় না, তাছাড়া একটি মানুষ দেখতে আকর্ষণীয় নয়, তার মানে এই নয় যে সে খারাপ মানুষ।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৯ এপ্রিল ২০১৮, ৮:৫৯ পূর্বাহ্ণ ৮:৫৯ পূর্বাহ্ণ

শেয়ার করুন
দ্বারা প্রকাশিত
নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ