উদ্ভিদ

সিলভামিক্স ট্যাবলেট বা ট্যাবটেল সার

ট্যাবটেল সার বা সিলভামিক্স ট্যাবলেট (Fertilizer Tablet or Silvamix Tablet) বিশ্বজুড়ে কৃষিকে সমৃ্দ্ধ করতে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে বিস্ময়কর নানাবিধ অভিনব প্রযুক্তি ও উপকরণ।

চেক রিপাবলিক এ উৎপাদিত “সিলভামিক্স” তেমনি এক অভিনব প্রযুক্তি যা ক্লোরাইডমুক্ত উচ্চমাত্রার পুষ্টিগুন সম্পন্ন স্লো রিলিজিং ফার্টিলাইজার বা গাছের ট্যাবলেট সার হিসাবে পরিচিত।

আধনিক উদ্যান থেকে শুরু করে বনায়ন, নার্সারী তথা সকল প্রকার গাছের জন্য এটি খুবই কার্যকরী উপাদান হিসাবে প্রমানিত হয়েছে। স্থানীয় জলবায়ু ও মাটির অবস্থার উপর নির্ভর করে এই ট্যাবলেট ১৮ মাস পর্যন্ত গাছের পুষ্টি সরবরাহ করতে সক্ষম।

গাছের প্রয়োজনীয় তিনটি উপাদান (পটাশিয়াম,নাইট্রোজেন ও ফসফরাস) সমন্বয়ে প্রস্তুতকৃত হওয়ায় বাজার থেকে আলাদাভাবে রাসায়নিক সার কেনার প্রয়োজন পড়ে না।

অন্যদিকে বাজার থেকে কেনা রাসায়নিক সার কতমাত্রায় কখন দিতে সেটা আমাদের অনেকেরই অজানা। তাই NPK সমন্বিত এই ট্যাবলেট সার প্রযুক্তিকে সহজে আমরা গাছের স্বাস্থ্যের জন্য ব্যাবহার করতে পারি। এই ফার্টিলাইজার ট্যাবলেট সারটি সিলভামিক্স ট্যাবলেট নামেও পরিচিত।

প্রতিটি ট্যাবলেট সারে গাছের প্রয়োজনীয় উপাদান পটাশিয়াম,নাইট্রোজেন, ফসফরাস ও ম্যাগনেসিয়াম প্রয়োজন অনুপাতে মিশানো আছে এবং এর এনপিকের অনুপাত ১৭:১৭:১০ ।

প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ঘোষণা মতে প্রতিটি ট্যাবলেট সার মাটিতে দেয়ার পর গাছের জন্য ১৮ থেকে ২৪ মাস পর্যন্ত পুষ্টি জোগাতে সক্ষম। সব ধরনের গাছে ব্যবহার উপযোগী এই ট্যাবলেট সার বছরাধিককাল বেঁচে থাকে এমন গাছের জন্য সবচেয়ে বেশী উপযুক্ত। এছাড়া টব কিংবা সরাসরি মাটতে লাগানো গাছে প্রয়োগ করা যায় এই রাসায়নিক ট্যাবলেট সার।

সিলভামিক্স এর উপকারীতাঃ ১। এটি পরিবেশ বান্ধব, উচ্চ পুষ্টি উপাদান সম্পন্ন, সীমিত দ্রবনীয় এবং অযাচিত সংযোজকগুলোর অনুপস্থিতি স্লো রিলিজ ফার্টিলাইজার যা সকল গাছের জন্য উপযোগী। ২। এসিডিক মাটির পিএইচ এ ইতিবাচক প্রভাব ফেলে।

৩। স্লো রিলিজ ফার্টিলাইজার হওয়াতে গাছ প্রয়োজনীয় পুষ্টি ধীরে ধীরে গ্রহন করে ফলে পুষ্টির আধিক্য বা অভাব দুটোর ই আশংকা কম থাকে। গাছের বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে।

ব্যবহার বিধি: » প্রতি বর্গফুট মাটির জন্য ১টি ট্যাবলেট সার ব্যবহার করতে হবে এবং এবং এটি কোন কারনে ভেঙ্গে গেলে বা গুড়ো হয়ে গেলেও কোন সমস্যা নেই সেটাই ব্যবহার করতে হবে।

» যেহেতু ট্যাবলেট সারটি ধীরে ধীরে গলে গিয়ে আস্তে আস্তে গাছের পুষ্টি পুরণের কাজ করবে তাই এটি আস্ত অবস্থায় গাছের গোড়া থেকে ২ থেকে ৪ ইঞ্চি দুরে মাটির কমপক্ষে ৬ ইঞ্চি গভীরে গেঁথে দিতে হবে। টব বা ড্রামের উচ্চতা ৩ ফুটের বেশী হলে ৮ বা ১০ ইঞ্চি গভীরে দিতে হবে।

সতর্কতা: » টবে কখনো প্রয়োজনের অতিরিক্ত পানি দেয়া যাবে না। পানি বেশী হলে সার গলে অতিরিক্ত পানির সাথে নিষ্কাশিত হয়ে যেতে পারে। » সকাল বা বিকালে রোদ কম থাকা অবস্থায় প্রয়োগ করা ভালো। » অব্যবহৃত ট্যাবলেট সার পলিথিনে মুড়ে বা বয়ামে রাখতে হবে যেন বাতাস না লাগলে। বাতাস ও তাপে এটি গলে যেতে পারে। » একদম ছোট টবে এটি ব্যবহার না করাই উত্তম। »আসল সিলভামিক্স ট্যাবলেট পন্য চেক রিপাবলিক থেকে আমদানিকৃত তাই বিশ্বস্ত জায়গা থেকে নিবেন কেননা এটা ক্লোন বাজারে পাওয়া যাচ্ছে।

উৎপাদনকারী দেশ: চেক রিপাবলিক।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৩১ জানুয়ারি ২০১৪, ১২:৩৬ পূর্বাহ্ণ ১২:৩৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন
দ্বারা প্রকাশিত
নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ