ক্যাটেগরীজ: বায়োগ্রাফি

সাইফুল আলম মাসুদ (এস. আলম)

সাইফুল আলম মাসুদ (এস. আলম) বাংলাদেশের আলোচিত বৃহত্তম শিল্প গ্রুপ ‘এস. আলম’ গ্রুপের প্রতিষ্ঠাতা, কর্ণধার। পটিয়ার উপকারভোগীদের কাছে বেকার সমস্যা লাঘবের পথিকৃৎ বলে পরিচিত।

এস, আলমের বাবা মোজাহেরুল আনোয়ার। মা চেমন আরা বেগম। তাঁর বাবা বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন। ৭ ভাই ও ৫ বোনের মধ্যে এস. আলম ৪র্থ। তিনি পড়ালেখার পাঠ চুকিয়ে ব্যবসায়ীর খাতায় নাম লেখান। টিনের এজেন্ট হিসেবে যাত্রা শুরুর পর সফলতা শুরু। এরপর পরিবহন ব্যবসায় যাত্রা করেন। ধীরে ধীরে প্রতিষ্ঠা করেন সিমেন্ট, ভেজিটেবল ওয়েল, স্টীল, কুলার রিলিফ, সিয়ার কোয়েল, চিনি পরিশোধনাগার ইত্যাদি ফ্যাক্টরি। এছাড়া তিনি বর্তমানে ৭টি ব্যাংকের শেয়ারহোল্ডার। গুগল জরিপে তার কোম্পানির সম্পদের মূল্য প্রায় ২ বিলিয়ন ডলার। ব্যক্তিজীবনে তিনি ৩ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক।

এস.আলম গ্রুপ মালিকানাধীন প্রতিষ্ঠান

শিল্প প্রতিষ্ঠান

  • এস. আলম. ষ্টীল
  • এস. আলম ভেজিটেবল
  • এস আলম সয়াসিড এক্সট্র্যাকশন প্ল্যান্ট লিঃ
  • এস আলম সুপার এডবিন অয়েল লিমিটেড
  • এস আলম রিফাইন্ড চিনি শিল্প লিঃ
  • এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউনিট -২)
  • এস আলম ট্যাঙ্ক টার্মিনাল লিঃ
  • এস আলম সিমেন্ট লিঃ
  • পোর্টম্যান সিমেন্টস লিমিটেড
  • এস আলম স্টিলস লিমিটেড
  • এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড
  • এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড (এনওএফ)
  • গ্যালকো স্টিলস (বিডি) লিমিটেড
  • গ্যালকো স্টিল (বিডি) লিমিটেড (ইউনিট -২)
  • কর্ণফুলী প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিঃ
  • শাহ আমানত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিঃ
  • এস আলম পাওয়ার প্লান্ট লিমিটেড
  • এস আলম পাওয়ার প্লান্ট লিঃ (ইউনিট-২)
  • এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড
  • এস আলম লাক্সারি চেয়ার কোচ সার্ভিসেস লিঃ
  • বেরিং সি লাইন
  • এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং মিলস লিঃ
  • এস আলম প্রোপার্টি লিমিটেড
  • হাসান আব্বাস (প্রাঃ) লিমিটেড
  • মর্ডান প্রোপার্টিজ লিমিটেড
  • ওশেন রিসর্টস লিঃ
  • প্রসাদ প্যারাডাইজ লিমিটেড
  • মেরিন এম্পায়ার লিমিটেড
  • এস আলম হ্যাচারি লিমিটেড
  • ফতেহাবাদ ফার্ম লিমিটেড
  • এস আলম ব্রাদার্স লিঃ
  • এস আলম ট্রেডিং কোং (প্রাঃ) লিমিটেড
  • এস আলম অ্যান্ড কোম্পানি
  • সোনালী কার্গো লজিস্টিক্স (প্রাঃ) লিমিটেড
  • সোনালী ট্রেডার্স
  • গ্লোবাল ট্রেডিং কোম্পানী লিমিটেড
  • এস এস পাওয়ার ওয়ান লিমিটেড

ব্যাংকিং খাত

  • ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
  • ইউনিয়ন ব্যাংক
  • এনআরবি গ্লোবাল ব্যাংক
  • বাংলাদেশ কমার্স ব্যাংক
  • ইসলামী ব্যাংক বাংলাদেশ
  • আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
  • সোস্যাল ইসলামী ব্যাংক

মিডিয়া খাত

  • একুশে টেলিভিশন
  • নেক্সাস টেলিভিশন লিমিটেড
শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২০ জুন ২০২৩, ৩:০১ অপরাহ্ণ ৩:০১ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ