ক্যাটেগরীজ: লাইফস্টাইল

আঙুর ভেবে মনাক্কা খাচ্ছেন না তো?

আঙুর সুস্বাদু রসালো ফল। এই ফল দেশে খুব একটা চাষ হয় না। বেশিরভাগই আমদানি হয়। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী আঙুরের মতো দেখতে মনাক্কা আমদানি করছেন। যা ক্রেতাদের কাছে আঙুর নামেই চালিয়ে দিচ্ছেন। আঙুরের মতো মনাক্কাও টক-মিষ্টি স্বাদের। তাই আগে থেকে পার্থক্য না জানলে এই ফল চেনা কঠিন।

এই ফল ক্ষতিকর নয়। তবে মনাক্কা খেয়ে অনেক ভোক্তা অভিযোগ করেছেন এটা খেলে গলা চুলকায়। অথচ আঙুরের দামেই কিনতে হচ্ছে। ফলে ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

মনাক্কা চেনার উপায়

মনাক্কা দেখতে গোলাকার। ভেতরে একাধিক বিচি রয়েছে। এর দামও কম। সাধারণ মানুষ আঙুর ভেবে মনাক্কা কিনে ঠকছেন।

কোথা থেকে আসে মনাক্কা?

আঙুর সদৃশ মনাক্কা ফল বেশিরভাগই আসে ভারত থেকে। যার দাম আঙুরের অর্ধেক। কিন্তু বিক্রি হয় আঙুরের দামেই।

grapeমনাক্কা আঙুরগোত্রীয় ফল। আঙুর এক ধরনের লতা জাতীয় গাছের ফল। যা Vitaceae পরিবারের অন্তর্গত। বৈজ্ঞানিক নাম Vitis vinifera.

আঙুরের সঙ্গে মনাক্কার পার্থক্য

১. আঙুলের সঙ্গে মনাক্কার প্রধান পার্থক্য এর বীজে। বেশিরভাগ আঙুরের জাতে বীজ থাকে না। থাকলেও খুবই ছোট। কিন্তু মনাক্কায় এক বা একাধিক বীজ থাকে।

২. আঙুর সাধারণত লম্বাটে। লাল ও কালো রঙের কিছু জাতের আঙুর গোলাকারও হয়। কিন্তু মনাক্কার আকার গোল।

৩. আঙুর টক মিষ্টি স্বাদের হয়। অন্যদিকে বেশিরভাগ মনাক্কাই মিষ্টি। জাতভেদে টকও হতে পারে। বাংলাদেশে যেগুলো বিক্রি হয় তার বেশিরভাগই টক স্বাদের।

৪. মনাক্কার দাম আঙুরের চেয়ে কম। যদিও অসাধু ব্যবসায়ীরা আঙুরের দামেই মনাক্কা বিক্রি করেন।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৭ মে ২০২৩, ৬:৪৫ অপরাহ্ণ ৬:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ