ক্যাটেগরীজ: উদ্ভিদ

রাতে ফোটা ফুল সাদা আর দিনে ফোটা ফুল রঙিন হয় কেন?

সাধারনত আমরা জানি রাতে ফোটা ফুল সাদা এবং দিনের বেলায় ফোটা ফুল হয় রঙিন। দিন ও রাত ভেদে ফুলের রঙে কেন এমন বিভেদ ঘটে তা জানেন কি? ফুল উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। পুরুষ ফুল থেকে পরাগরেণু স্ত্রী ফুলে পৌঁছনোর পর ঘটে নিষেক। উভয়লিঙ্গ ফুলে এই ব্যাপারটি খুব সহজেই ঘটতে পারে।

অন্যান্য ফুলের ক্ষেত্রে এই কাজটি একাধিক প্রক্রিয়ায় হতে পারে। এই রেণু পরিবহণে সবচেয়ে বড় ভূমিকা রাখে কীট-পতঙ্গ। কীট-পতঙ্গ খাবারের টানে কিংবা মধু সংগ্রহের জন্য ফুলের উপর এসে বসে। এই সময় ফুলের পরাগধানী থেকে পুং রেণু পতঙ্গের গায়ে লেগে যায়। কোনও পতঙ্গ যখন এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসে তখন পতঙ্গের শরীরে লেগে থাকা রেণু অন্য ফুলে ছড়িয়ে পড়ে ও পুরুষ ফুলের রেণুর সঙ্গে স্ত্রী ফুলের মিলন ঘটে। অর্থাৎ ফুলের জন্য কীট-পতঙ্গ আকর্ষণ করাটা জরুরি।

বিজ্ঞান বলছে, ফুলের রঙের পিছনেও রয়েছে এই পতঙ্গদের আকৃষ্ট করার বিষয়টি। দিনের বেলা ফুলের উজ্জ্বল রং কীট-পতঙ্গদের আকৃষ্ট করে। কিন্তু রাতে আলো না থাকায় ফুলের রং কোনও কাজে লাগে না। তাই ফুলের রং হয় সাদা। তা হলে রাতে ফোটা ফুলে কী করে আসে পতঙ্গ? খেয়াল করে দেখবেন রাতের ফুলে গন্ধ থাকে অনেক বেশি। আসলে রং দিয়ে আকর্ষণ না করে এই ধরনের ফুল গন্ধ দিয়ে কীট-পতঙ্গ কাছে টানে। তাই রাতের ফুলে রং না থাকলেও গন্ধ বেশি থাকে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২০ মে ২০২২, ৬:১৬ অপরাহ্ণ ৬:১৬ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ