ক্যাটেগরীজ: অপরাধ সারাদেশ

বন্ধ মাদরাসার কক্ষ থেকে ব্যাংক বরাবর সুড়ঙ্গ

রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটে সোনালী ব্যাংকের পাশে সুড়ঙ্গের সন্ধান মিলেছে। একটি মাদরাসার কক্ষ থেকে ব্যাংক বরাবর সুড়ঙ্গটি খোঁড়া হয়।

ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে সুড়ঙ্গ খোঁড়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ব্যাংকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খবর পেয়ে সোমবার (১৪ জুন) রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে মিঠাপুকুর থানা পুলিশ।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, ওই ব্যাংকের অদূরে ফখরুল উলুম সিনিয়র মাদরাসা। সেই মাদরাসার একটি কক্ষে কে বা কারা একটি বড় গর্ত খুঁড়েছে, যা সুড়ঙ্গ আকৃতির। তিনি বলেন, যেখানে সুড়ঙ্গটি খোঁড়া হয়েছে তার পাশে বড় পাকা রাস্তা এবং সেই রাস্তার পরেই একটি সেপটিক ট্যাংক, তারপর ব্যাংকটি অবস্থিত।

ওসি জাকির হোসেন আরও জানান, করোনার কারণে মাদরাসাটি বন্ধ রয়েছে। স্থানীয় ছেলেরা ওই মাদরাসার মাঠে ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি সেখানে যায়। ওই বল আনতে গেলে সুড়ঙ্গটি দেখতে পায় এক কিশোর। পরে বিষয়টি তার বাবাকে জানালে স্থানীয়রা সেটি দেখতে যায়। ওসি বলেন, ব্যাংকটি একতলা ভবনে অবস্থিত। ধারণা করা হচ্ছে এটা খুঁড়ে ব্যাংক পর্যন্ত যেতে পারলে দুর্ঘটনা ঘটতে পারত।

মাদরাসাটির সভাপতি এনামুল হক বলেন, আমাদের মাদরাসা দেড় বছর ধরে বন্ধ। মূল গেটও বন্ধ থাকে। কিন্তু মাদরাসার পূর্বপাশে একটি রুম আছে সেখানে কাঠসহ কিছু জিনিস আছে। ওই রুমেই এই সুড়ঙ্গটি করা হয়েছে। এখানে সুড়ঙ্গ করে তো কিছু করার নেই। তাই আমরা ধারণা করছি যারা এটি করেছে তারা হয়তো ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে করেছে।

বিষয়টি নিশ্চিত করে ব্যাংকটির ম্যানেজার মুহাম্মদ সামিউল ইসলাম বলেন, বর্তমানে ব্যাংকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৫ জুন ২০২১, ৬:৩৮ পূর্বাহ্ণ ৬:৩৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ