ক্যাটেগরীজ: জাতীয়

পরিকল্পনামন্ত্রীর ফোন চুরি, ১০ দিনেও অধরা চোর!

গত ১০ দিনেও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে, গত ৪ জুন পুলিশ দাবি করে, তারা মোবাইল চোরকে চিনেছে। এখনো সেই চিহ্নিত চোরকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ।

গত ৩০ মে রাজধানীর বিজয় সরণি এলাকায় পরিকল্পনামন্ত্রী তার পতাকাবাহী গাড়িতে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় গাড়ির গ্লাস খোলা পেয়ে এক ছিনতাইকারী তার মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। ওই দিনই এ ঘটনায় মন্ত্রীর ব্যক্তিগত সহকারী রাজধানীর কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সূত্র জানায়, রাজধানীর বিজয় সরণি, তেজগাঁও, চন্দ্রিমা উদ্যান, কাফরুল এলাকার ১০ থেকে ১২ জনের মতো চিহ্নিত ছিনতাইকারীকে ধরে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এর আগে চন্দ্রিমা উদ্যানের ভেতরের টোকাই-ছিনতাইকারী, শেরেবাংলা নগর মাঠসংলগ্ন এলাকার টোকাই, আগারগাঁওসহ আশপাশ এলাকার স্থানীয় এবং সন্দেহভাজনদের থানায় আনা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করেও মোবাইলটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, গত শুক্রবার (৪ জুন) পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাইকারী পুলিশ চিহ্নিত করেছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন। ওই ব্যক্তি চন্দ্রিমা উদ্যানসংলগ্ন রাস্তার মুখে স্থাপিত উড়োজাহাজের ভাস্কর্যের নিচে ঘুমাত। সে একজন নেশাগ্রস্ত ব্যক্তি বলে দাবি করেন তিনি। তবে মন্ত্রীর মোবাইল চুরি ১০ দিন অতিবাহিত এবং চোর শনাক্তের পাঁচ দিন অতিক্রম করলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ডিসি মিরপুর মাহতাব উদ্দিন বলেন, আমরা মোবাইলটি উদ্ধারের কাছাকাছি পর্যায়ে চলে গেছি। খুব শিগগিরই মোবাইলটি উদ্ধার ও ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হবে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১০ জুন ২০২১, ৪:৫১ পূর্বাহ্ণ ৪:৫১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ