আইন-আদালত

সাংবাদিকদের আপসহীন কাজ করার আহ্বান আইনমন্ত্রীর

সাংবাদিকদের আপসহীনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘যেহেতু সাংবাদিকতা একটি মহান পেশা, সেহেতু আপনাদের দায়িত্বও মহান। আমরা আশা করি আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন। সত্য পরিবেশনে কখনো পিছপা হবেন না। আপনারা আপনাদের পেশাকে সম্মান করুন। জনগণকে সত্য তথ্য পরিবেশন করুন। আপনারা আপসহীন হিসেবে কাজ করুন।’

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কসবা প্রেসক্লাবের সভাপতি মো. সোলেমান খান।

অনুষ্ঠানে বিএনপির সমালোচনা করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিএনপি ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল। ইতিহাস বিকৃতি করা যায় না। এই ইতিহাস বিকৃতকারীরা একদিন ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটা তলাবিহীন রাষ্ট্র থেকে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করছেন। এই অগ্রগতি ওরা পছন্দ করেন না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম, কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল কাইয়ুম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু প্রমুখ।

কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৯ নভেম্বর ২০২০, ১২:১৪ পূর্বাহ্ণ ১২:১৪ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ