আন্তর্জাতিক

করোনায় সুদানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুদানের সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদী মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পারিবারিক সূত্রে ও পার্টির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি হাসপাতালে ভর্তি হওয়ার তিন সপ্তাহ পরে তিনি মারা যান বলে রয়টার্সের প্রতিবেদনে জানা যায়।

৮৪ বছর বয়সী আল-মাহদী সুদানের সর্বশেষ গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৮৯ সালে এক সামরিক অভ্যুত্থানে সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির ক্ষমতায় আসার পর তাকে ক্ষমতাচ্যুত করেন।

গত মাসে আল-মাহদী করোনায়ভাইরাসে আক্রান্ত হন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল এবং সুদানে হাসপাতালে ভর্তি হওয়ার পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে আমিরাতে স্থানান্তর করা হয়েছিল। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সুদানের ওমদুরমান শহরে আল-মাহদীকে দাফন করা হবে বলে এক বিবৃতিতে উম্মা পার্টি জানিয়েছে।

তবে দলীয় প্রধানের উত্তরসূরি কে হবে সে ব্যাপারে এখনও কোনো ঘোষণা আসেনি, তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক আলোচনায় ও মিডিয়ায় তার মেয়ে মরিয়ম সাদিক আল-মাহদীকে দৃশ্যমান দলনেতা হিসেবে দেখা যাচ্ছে।

মধ্যপন্থী জাতীয় উম্মা পার্টি সুদানের অন্যতম বৃহত্তম বিরোধী দল ছিল এবং ১৯৮৯ সালে বশির মাহদীকে ক্ষমতাচ্যুত করার পরেও তিনি একজন প্রভাবশালী নেতা হিসেবে দেশটির জনগণের মনে জায়গা করে নিয়েছিলেন।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৬ নভেম্বর ২০২০, ১০:০৮ পূর্বাহ্ণ ১০:০৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ