আইন-আদালত

বাংলাদেশে আইনি লড়াইয়ে নামছে ফেসবুক

‘ফেসবুক ডটকম ডটবিডি’ নামের একটি দেশি ডোমেইন খুলেছে ‘এ ওয়ান সফটওয়্যার লিমিটেড’ নামে একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। এরপর প্রতিষ্ঠানটি ফেসবুক কর্তৃপক্ষের কাছে ৬ মিলিয়ন ডলার দাবি করেছে। এ কারণে ওই প্রতিষ্ঠানের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে বাংলাদেশের আদালতে আইনি লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

আইনি লড়াইয়ে নামতে ইতোমধ্যে আইনজীবীও নিয়োগ দেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলামকে হিসেবে নিয়োগ দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তার সঙ্গে রয়েছেন আরও দুই আইনজীবী। তারাও ওই আইনজীবীর প্যানেলে কাজ করবেন। তারা হলেন- আইনজীবী আরিফুল হক ও সুদীপ্ত শাহীন।

আগামী সোমবার নাগাদ এ বিষয়ে বিচারিক আদালতে ডোমেইন নিষেধাজ্ঞা চেয়ে ফেসবুক কর্তৃপক্ষ কাজ শুরু করবেন। তাই ফেসবুক কর্তৃপক্ষের একটি লিগ্যাল টিম বিষয়টি নিয়ে বাংলাদেশি আইনজীবীর সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানান ব্যারিস্টার মোকছেদুল ইসলাম।

বুধবার (১৮ নভেম্বর) ব্যারিস্টার মোকছেদুল ইসলাম বলেন, ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ চেয়ে বাংলাদেশের আদালতে মামলা করবে ফেসবুক কর্তৃপক্ষ। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

তিনি বলেন, ফেসবুক বিশ্বের বহুল প্রচারিত সামাজিক যোগাযোগমাধ্যম। এই নাম ব্যবহার করে কেউ ওয়েবসাইট খুলতে পারবে না। কিন্তু এ ওয়ান সফটওয়্যার লিমিটেড নামের একটি বাংলাদেশি প্রতিষ্ঠান ‘ফেসবুক ডটকম ডটবিডি’ নামে একটি দেশি ডোমেইন খুলেছে। ডোমেইনটি ৬ মিলিয়িন ডলারে বিক্রি করা হবে বলে জানা গেছে। তাই তারা কর্তৃপক্ষের কাছে ৬ মিলিয়ন ডলার দাবি করছে। এ কারণে ফেসবুকের পক্ষ থেকে ওই ওয়েবসাইট বন্ধে একাধিকবার লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু সেটা বন্ধ করা হয়নি। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার জন্য ফেসবুক কর্তৃপক্ষ তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে বলে জানান তিনি।

ব্যারিস্টার মোকছেদুল ইসলাম বলেন, ইতোমধ্যে ছয় থেকে সাতশ পৃষ্ঠার ডকুমেন্ট আমাদের আইনজীবী টিমের কাছে সরবরাহ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে ঢাকার নিম্ন আদালতে ক্ষতিপূরণের মামলা করা হবে। একই সঙ্গে ওই ওয়েবসাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা চাওয়া হবে আদালতের কাছে, যাতে এর মাধ্যমে কেউ প্রতারণার শিকার না হন।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৯ নভেম্বর ২০২০, ১০:০৬ পূর্বাহ্ণ ১০:০৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ