আন্তর্জাতিক

বিহারে বিজেপি জোটের জয়

বিহারে বিধানসভার নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জয়ী হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিহারে গণতন্ত্র আরও একবার জয়ী হলো।

নির্বাচন কমিশন জানিয়েছে, বিধানসভার ভোটে ২৪৩টি আসনের মধ্যে এনডিএ পেয়েছে ১২৫টি আসন। এর মধ্যে বিজেপি পেয়েছে ৭৪ টি আসন। অন্যদিকে মহাজোট জয়ী হয়েছে ১১০ টি আসনে।

করোনা মহামারির পর এটাই দেশটির প্রথম গুরুত্বপূর্ণ নির্বাচন। মঙ্গলবার ওই রাজ্যে ভোট অনুষ্ঠিত হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ওই রাজ্যে আরও একবার ক্ষমতায় বসতে যাচ্ছে এনডিএ জোট। বুধবার সকালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে জয়ী দল হিসেবে ঘোষণা করা হয়।

এছাড়া আসাউদ্দিন ওয়াইসির দল পেয়েছে ৫ টি আসন, বিএসপির আসন সংখ্যা ১, এলজিপি ১ টি ও নির্দল প্রার্থী পেয়েছে ১ টি আসন।

ভোট গণনা শেষ হওয়ার কিছু সময় আগে থেকেই ফলাফল স্পষ্ট হয়ে উঠছিল। সে সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারবাসীকে এনডিএ জোটকে জয়ী করানোর জন্য ধন্যবাদ দেন।

তিনি বলেন, বিহারবাসী উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। নীতীশ কুমারের জেডিইউ খারাপ ফল করলেও তাকেই গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপির উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী শুভেচ্ছা জানিয়েছেন।

অন্যদিকে জোট শিবিরে ভালো ফল করেছে বাম দলগুলো। কিন্তু কংগ্রেস পেয়েছে মাত্র ১৯ টি আসন। এর জেরেই হয়তো ডুবতে হয়েছে মহাজোট শিবিরকে।

এবার বাম শিবিরে ছিল সিপিআই(এম-এল), সিপিআই ও সিপিআইএম। মহাজোটের পক্ষ থেকে ২৯ টি আসনে প্রার্থী দিয়েছিল বামেরা। এর মধ্যে জয় এসেছে ১৬ টিতে। অর্থাৎ অর্ধেকের বেশি আসনেই জয়ী হয়েছে বাম শিবির।

কিন্তু এবারও ভালো করতে পারেনি কংগ্রেস। কংগ্রেস বিহারে লড়েছিল ৭০ টি আসনে। কিন্তু সেখান থেকে জয় তুলে আনতে পেরেছে মাত্র ১৯ টিতে। যদি কংগ্রেস আরও ৮-১০ টি আসন বেশি তুলে নিতে পারত, তবে নিঃসন্দেহে ওপরে উঠে যেত মহাজোট।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১১ নভেম্বর ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ণ ১০:৪৫ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ