ক্যাটেগরীজ: ভারত

কে মিথ্যা বলছেন?‌ মোদি নাকি অমিত শাহ?‌

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিথ্যা বলছেন?‌ কারণ, তাদের নির্বাচনী ইশতেহার থেকে গরমাগরম টুইট বা ইন্টারভিউ, অমিত শাহ থেকে রাজ্য নেতা দিলীপ ঘোষ পর্যন্ত বারবার বলেছেন এনআরসি হবেই।

অথচ আজ নরেন্দ্র মোদি বললেন, এনআরসি নিয়ে নাকি কোনো আলোচনাই হয়নি এবং ভারতের কোথাও আটক কেন্দ্র নেই। তাহলে মিথ্যা বলছে আসলে কে?

আজ রবিবার রামলীলা ময়দানে দাঁড়িয়ে মোদি বলেন, মিথ্যা কথা বলছেন বিরোধীরা। গোটা দেশে এনআরসি চালু হওয়ার কথা বিরোধীরাই ছড়াচ্ছেন রাজনৈতিক ফায়দা তোলার জন্য। আমি দেশের ১৩০ কোটি ভারতবাসীকে জানাতে চাই, ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত কোথাও কখনো এনআরসি নিয়ে আলোচনা হয়নি। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শুধু আসামেই এনআরসি করতে হয়েছে।

কিন্তু লোকসভা নির্বাচনের আগে থেকেই বিজেপি নেতারা রাজ্যে রাজ্যে ভোট প্রচারণায় গিয়ে এনআরসির কথা বলেছেন। এমনকি বিজেপির নির্বাচনী ইশতেহারেও ভারতের অন্যান্য রাজ্যে এনআরসি চালু করার কথা বলা হয়েছে।

চলতি বছরের ১১ এপ্রিল বিজেপি এক টুইট বার্তায় জানায়, সারা দেশে এনআরসি চালু করা হবে। বৌদ্ধ, হিন্দু এবং শিখ বাদে অন্য সকল ধর্মের অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানো হবে।

সম্প্রতি সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল ভারত। সেই ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে এনআরসির আতঙ্ক আরো চরমে ওঠে। চাপে পড়ে তড়িঘড়ি সেই টুইট সরিয়ে দেওয়া হয় বিজেপির টুইটার থেকে।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সংসদে বিতর্ক চলা অবস্থায় অমিত শাহ বলেন, সারা দেশে যখন এনআরসি চালু করা হবে, তখন সেই ইস্যুটিও সংসদে তোলা হবে। বিতর্ক হবে। ক্যাবের সঙ্গে এনআরসি জড়াবেন না। এটা জেনে রাখুন, এনআরসি আসতে চলেছে।

সম্প্রতি ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারণায় গিয়ে অমিত শাহ বলেন, ২০২৪ সালের মধ্যে সারা ভারতে এনআরসি চালু করা হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানো হবে।

তাহলে কে মিথ্যা বলছে? মোদি নাকি অমিত শাহ? নাকি বিজেপি?

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৩ ডিসেম্বর ২০১৯, ৮:০৪ পূর্বাহ্ণ ৮:০৪ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ