ভারত

সংসদে নাগরিকত্ব বিলের কপি ছিঁড়ে ফেললেন ওয়াইসি!

গতকাল সোমবার মধ্যরাতে ভারতে বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) বিল পাস হয়েছে। এ সময় হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি সংসদে প্রবল বিতর্কের মধ্যে নাগরিকত্ব (সংশোধনী) বিলের একটি কপি ছিঁড়ে ফেলেছেন। এর আগে তিনি বলেন, এটা দেশকে ভাগ করার প্রচেষ্টা। প্রস্তাবিত আইনটি আমাদের দেশের সংবিধানের বিরোধী।

'অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন' দলের নেতা আসাদুদ্দিন ওয়াইসি বরাবরই বলে এসেছেন প্রস্তাবিত আইন দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করবে।

তিনি দাবি করেন, এই নাগরিকত্ব বিল আরও এক দেশভাগের কথা বলছে। এটা করা হচ্ছে মুসলিমদের 'রাষ্ট্রহীন' করে দেওয়ার জন্য।

তিনি বলেন, গান্ধী 'মহাত্মা' হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বৈষম্যমূলক নাগরিকত্ব কার্ডের বিরোধিতা করার পর। তিনি প্রশ্ন তোলেন তিনি কেন তাহলে নাগরিকত্ব (সংশোধনী) বিলের বিরোধিতা করবেন না।

এরপরই তিনি বিলের কপিটি ছিঁড়ে ফেলেন। তাঁর এই কাজকে সংসদের 'অপমান' বলে দাবি করেন শাসক দলের সাংসদরা।

বিজেপি সরকারকে অভিযুক্ত করে আসাদুদ্দিন ওয়াইসি বলেন, এভাবে মুসলিমদের রাষ্ট্রহীন করতে চেয়ে দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছে সরকার।

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) বিল সংসদে পেশ করে জানান, কোনোভাবেই এই বিল সংবিধানের ১৪ নম্বর ধারাকে লঙ্ঘন করছে না। সোমবার লোকসভায় এই বিল পেশ করার পর কংগ্রেস সাংসদরা আপত্তি জানিয়ে বলে, এই বিল মুসলিমদের বিরুদ্ধে।
তবে, অমিত শাহ জোর দিয়ে বলেন, এই বিল 'এমনকি ০.০০১ শতাংশ' ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১০ ডিসেম্বর ২০১৯, ২:৩০ অপরাহ্ণ ২:৩০ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ