জাতীয়

মেলায় মোবাইল ব্যাংকিংয়ের কর পরিশোধের সুযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে দশম জাতীয় আয়কর মেলা। করদাতারা যেন সহজে দ্রুত আয়কর পরিশোধ করতে পারেন,এজন্য এবারের মেলায় নগদ ও বিকাশের মত মোবাইল ব্যাংকিং সেবা রাখা হচ্ছে।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য কানন কুমার রায় বলেন,‘বাড়তি সময় ও অর্থ ব্যয় না করে দিনে-রাতে যেকোন সময় করদাতারা যেন কর পরিশোধ করতে পারেন,এজন্য কর পরিশোধে মোবাইল ব্যাংকিং সেবা চালু করা হচ্ছে। মেলা উপলক্ষে এই সেবা চালু করা হলেও মেলার পরেও সেটি অব্যাহত থাকবে।’

তিনি জানান, মোবাইল অ্যাপসের মাধ্যমে কর পরিশোধ করার পর বারকোটসহ চালান আসবে,এই চালান ই-মেইলে নিয়ে প্রিন্ট করা যাবে। পরে করদাতারা আয়কর বিবরণী দাখিলের সময় চালানের কপি সংযুক্ত করবেন।

কানন কুমার মনে করেন কর পরিশোধে মোবাইল ব্যাংকিং সেবা চালু হলে কর আহরণ বেড়ে যাবে। তিনি বলেন, কেবল নগদ বা বিকাশ নয়, রকেট-শিওরক্যাশসহ সব ধরনের মোবাইল ওয়ালেট থেকে কর পরিশোধের সুবিধা পাবেন করদাতারা।

বরাবরের মতো এবারও মেলায় থাকছে ওয়ান স্টপ সার্ভিস। তবে করদাতারা যেন ঘরে বসে আয়কর বিবরণী পূরণ করতে পারেন, এজন্য সব ধরনের নির্দেশনা উল্লেখ করে একটি ওয়েবসাইট চালু করেছে এনবিআর। এই ওয়েবসাইটে গিয়ে আয়কর বিবরণী পূরণ করা যাবে।

রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। রাজধানীর মেলা হবে মিন্টো রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে। এ ছাড়া সব জেলা শহরে চার দিন এবং ৪৫টি উপজেলায় দুই দিন মেলা হবে।

পাশাপাশি উপজেলা পর্যায়ে ৫৭টি গ্রোথ সেন্টারে এক দিন ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় নতুন করদাতারা ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিতে পারবেন। আবার পুনঃ নিবন্ধন করে ই-টিআইএন নিতে পারবেন পুরনো করদাতারা। এ ছাড়া মেলায় ই-পেমেন্টের জন্য প্রথক বুথ থাকবে। মুক্তিযোদ্ধা, নারী,প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য থাকবে আলাদা বুথ।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৪ নভেম্বর ২০১৯, ১২:৫২ অপরাহ্ণ ১২:৫২ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ