খেলাধুলা

সৌম্যকে রোনাল্ডোর সঙ্গে আইসিসির তুলনায় ক্ষুব্ধ ভারতীয়রা

ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাটিংয়ে দ্যুতি ছড়াচ্ছেন সাকিব, লিটন ও মুশফিক। বল হাতে অলরাউন্ডার সাইফউদ্দিন বেশ সফল হলেও পিঠের চোটে আপাতত খেলতে পারছেন না তিনি। আর সাইফউদ্দিনের অনুপস্থিতি যেন লাঘব করতে বল হাতে এগিয়ে এলেন সৌম্য সরকার।

ব্যাট হাতে এখন পর্যন্ত সেভাবে উজ্জ্বল হতে না পারলেও গত ২০ জুন টেন্টব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ বল করেছেন এই পার্ট টাইমার বোলার। টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই অসি ওপেনার তুলোধুনো করতে থাকে বাংলাদেশি বোলারদের।

ডেভিড ওয়ার্নারের ব্যাট চালানো দেখে মনে হচ্ছিল পাড়ার ছেলেদের মোকাবেলা করছেন তিনি। ইনিংসের ২০ ওভার অতিক্রম করার পরেও এই দুজনকে সাজঘরে ফেরাতে পারছিলেন না বাংলাদেশের মূল বোলাররা।

এমন পরিস্থিতিতে পার্ট টাইমার বোলার সৌম্যের হাতে বল তুলে দেন মাশরাফি। অনেকটা বাজির মতোই বলা চলে। আর প্রথম ওভারেই সে বাজিমাত করেন সৌম্য। সেট হয়ে যাওয়া জুটি ভেঙে দেন তিনি। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা ফিঞ্চকে সাজঘরের পথ দেখান সৌম্য।

যে কোনো বলারেরই এমন উইকেট প্রাপ্তির উল্লাস একটু বেশিই হতে পারে। সেটাই করে দেখালেন সৌম্য। আর তার সেই উদযাপনের স্টাইল নজর কাড়ে আইসিসির।

আইসিসির মতে, পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেভাবে গোল উৎসব উদযাপন করেন, সৌম্য ঠিক তেমনটাই করেছে।আইসিসির করা টুইটে এমনটাই দেখা গেল।

ওই ম্যাচের মাঝেই আইসিসি তাদের অফিসিয়াল টুইটার পেজে সৌম্য সরকারের উইকেট প্রাপ্তির উদযাপনের সঙ্গে রোনাল্ডোর উদযাপনের ছবি জোড়া লাগিয়ে প্রকাশ করে। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘সেপারেটেড এট বার্থ?’

কিন্তু আইসিসির এমন ভাবনাকে মেনে নিতে পারেনি বেশ কিছু নেটিজেন। ওই ছবি প্রকাশের পর থেকে রিটুইটে নানারকম ব্যঙ্গাত্মক কমেন্ট জমা হতে থাকে। বিশেষ করে ভারতীয়দের পক্ষ থেকে এ নিয়ে বেশ আপত্তি তুলতে দেখা যায়। মিম বানিয়ে, ট্রল করে সেই পোস্ট ভাসিয়ে দেন তারা।

তাদের অনেকেই সিআরসেভেনের সঙ্গে সৌম্যকে এভাবে মেলানো দেখতে চাননি। অনেকে একটু বেশি ক্ষুব্ধ হয়ে আইসিসি পেজের এডমিনদের 'নির্বোধ' বলেন।

নির্দোষ সৌম্যর ওপরেও চড়াও হয়েছেন কেউ কেউ। সৌম্যকে নিয়ে নানা নেতিবাচক কথায় মেতে ওঠে তারা। তাকে 'গাধা' বলেও গালি দেয় কেউ কেউ।

এসব অভব্য কমেন্টের কারণে অনেকে আবার আইসিসির কাছে পোস্টটি মুছে দেয়ার দাবি জানায়। যদিও এসবের কোনোটাতেই কর্ণপাত করেনি আইসিসি। এতো নেতিবাচক কমেন্ট আসার পরও ওই পোস্টটি পেজ থেকে সরায়নি তারা।

প্রসঙ্গত, গত ২০ জুনের অস্ট্রেলিয়ার বিপক্ষে যেখানে মাশরাফি আট ওভারে ৫৬ রান, মুস্তাফিজ নয় ওভারে ৬৯ রান এবং সাকিব ছয় ওভারে ৫০ রান দেন সেখানে আট ওভার বল করে ৫৮ রান খরচায় তিন উইকেট নেন সৌম্য।

সে ম্যাচে অস্ট্রেলিয়ার দেয়া ৩৮২ রানের টার্গেট ছুতে গিয়ে ৩৩৩ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২২ জুন ২০১৯, ৪:২৫ অপরাহ্ণ ৪:২৫ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ