প্রবাস

তিউনিসিয়ায় ভেসে থাকা ৬৪ বাংলাদেশির ১৭ জন দেশে ফিরেছেন

তিউনিসিয়া উপকূলে আটকে পড়া ৬৪ বাংলাদেশির মধ্যে ১৭ জন ঢাকায় ফিরেছেন। শুক্রবার (২১ জুন) রাতে তারা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বরত এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, প্রথম ধাপে ১৭ জনকে ফিরিয়ে আনা হয়েছে। বাকি ৪৭ জনকে ধাপে ধাপে ফিরিয়ে আনা হবে।

নাম প্রকাশ না করে সরকারের এই কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় তিউনিসিয়ায় থাকা ওই বাংলাদেশিদের ফেরত আনা হচ্ছে।

বেসরকা‌রি সংস্থা ব্র্যা‌কের‌ অভিবাসন কর্মসূচির প্রধান শ‌রিফুল হাসান ব‌লেন, আমরা খোঁজ নি‌য়ে জেনেছি এই ১৭ জনের ম‌ধ্যে ৮ জনের বাড়ি মাদারীপুরে, চারজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বাকি ৫ জ‌নের বা‌ড়ি শরীয়তপুর, নোয়াখালী, চাঁদপু‌র, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায়।

সূত্র জানায়, লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রার সময় তিউনিসিয়ার সীমানা থেকে গত ৩১ মে ৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। তবে এসব অভিবাসীকে তিউনিসিয়া বা ইউরোপের কোনো দেশ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।

এ পরিস্থিতিতে তিউনিসিয়ার সরকার, রেড ক্রিসেন্ট সোসাইটি, মানবাধিকার সংগঠন এবং আইওএমসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদেরকে তিউনিসিয়ায় অবতরণের ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস।

৬৪ জনের মধ্যে প্রথম দফায় দেশে ফিরল ১৭ জন। বাকিদের ধাপে ধাপে ফিরিয়ে আনা হবে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২১ জুন ২০১৯, ৮:০৫ অপরাহ্ণ ৮:০৫ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ