খেলাধুলা

টাইগারদের সামনে পাহাড়সম রান!

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৩২১ রান করেছে উইন্ডিজ। তাই বাংলাদেশকে জিততে করতে হবে ৩২২ রান।

কাউন্টি গ্রাউন্ড টনটনে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা সাধামাটা হয় ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারের। তারপর ক্রিস গেইলকে দ্রুতই ফিরিয়ে দেয় মোহাম্মদ সাইফুদ্দিন। চাপে পড়া দলকে এরপর টেনে তোলেন এভিন লুইস এবং শাই হোপ।

হোপ কিছুটা ধীর গতিতে খেললেও রানের চাকা সচল রাখেন লুইস। সাকিব আল হাসানের বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দেয়ার আগে বেশ বিস্ফোরক হয়ে উঠেন লুইস। অস্বস্তিও বাড়তে থাকে বাংলাদেশের জন্য।

তবে সেই অবস্থা পাল্টে দিলেন সাকিব। লুইসকে ফেরালেন ৭০ রানে। দুজনের জুটিতে তখন ১১৬ রান এসে গেছে। অবশেষে এই জুটি ভাঙেন সাকিব। তার ঘূর্ণিতে বদলি ফিল্ডার সাব্বিরের তালুবন্দী হন ৬৭ বলে ৭০ করা এভিন লুইস।

এরপর একই ওভারে হেটমায়ার (৫০) ও বিস্ফোরক রাসেলকে প্যাভিলিয়নে পাঠান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এর কিছু পরেই সেঞ্চুরি পথে থাকা হোপকে সাজ ঘরে ফেরান মুস্তাফিজ। এর আগে বিপজ্জনক হয়ে ওঠা জেসন হোল্ডারকে ফিরিয়ে দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আউট হওয়ার আগে হোল্ডার করেন ১৫ বলে ৩৩ রান। আর হোপ করেন ১২১ বলে ৯৬ রান।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৩২১/৭ (৫০ ওভার)

টার্গেট: ৩২২

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, ড্যারেন ব্রাভো, শাই হোপ, নিকোলাস পুরন, শিমরন হেইমিয়ার, জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল, শেলডন কোটরেল, ওশেন থমাস, শ্যানন গ্যাব্রিয়েল।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৭ জুন ২০১৯, ৭:৩৪ অপরাহ্ণ ৭:৩৪ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ