জাতীয়

ভাগনেকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সোহেল তাজ

ভাগনে সৌরভকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ক্ষমতার অপব্যবহার যেন কেউ না করতে পারে সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। সোমবার (১৭ জুন) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলনে সোহেল তাজ এ অনুরোধ করেন।

শহীদ জাতীয় চার নেতা তাজ উদ্দিনের ছেলে সোহেল তাজের মামাতো বোনের ছেলে সৌরভকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি সোহেল তাজ নিজেই করেছেন। এ মর্মে গত ১০ জুন তারিখে পাঁচলাইশ মডেল থানায় একটি জিডি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। জি ডি নং -৫২০। এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাগনের ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

স্ট্যাটাসে তিনি লেখেন, আমার মামাতো বোনের ছেলে (ভাগিনা), সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ) কে গত রোববার ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে অপহরণ করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনুরোধ করছি সৌরভকে ফিরিয়ে দিতে তার পরিবারের কাছে অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে।

এ অপহরণের পেছনে যারা যুক্ত রয়েছে তাদের বিষয়ে তার জানা আছে বলে জানান সোহেল তাজ। তিনি লেখেন, ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানি। এদিকে সোহেল তাজের ভাগনে অপহৃত হওয়ার খবর জানার পর সম্পর্কে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবহিত আছেন বলে জানা গেছে।

এ বিষয়ে এক গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন, ঘটনাটির (সৌরভ অপহরণ) কথা আমি শুনেছি। জানার সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনারকে ঘটনাটি সম্পর্কে অধিকতর খোঁজ নিতে বলেছি। তারা অনুসন্ধানে নেমেছেন। এরপরই আমরা বলতে পারব কী ঘটেছে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৭ জুন ২০১৯, ৫:২৪ অপরাহ্ণ ৫:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ