সারাদেশ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত তিন

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আজ রোববার (১৬ জুন) ভোররাত ৩টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পাহাড়ি ঢালা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজার সদরের চৌধুরী পাড়ার দিল মোহাম্মদ (৪২), একই এলাকার রাসেদুল ইসলাম (২২) ও চট্টগ্রামের মাস্টারহাট আমিরাবাদ এলাকার শহিদুল ইসলাম (৪২)।

লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাবের দাবি, র‍্যাব সদস্যরা খবর পায়, ভোররাতে একদল ইয়াবা কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসী পাহাড়ি ঢালা এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান পাচার করছে। এরপর র‌্যাবের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

‘এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা অস্ত্রধারীরা গুলি ছুড়তে শুরু করে। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়ে। ওই সময় র‌্যাবের দুই সদস্য আহত হন। একপর্যায়ে অস্ত্রধারীরা পিছু হটলে ঘটনাস্থলে মাদক কারবারি ওই তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।’

র‌্যাব কর্মকর্তা বলেন, ‘তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানের জরুরি বিভাগের চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শংকর চন্দ্র দেবনাথ বলেন, ‘ভোরে র‌্যাব সদস্যরা গুলিবিদ্ধ তিনজনকে নিয়ে আসেন। তাদের শরীরে একাধিক গুলির চিহ্ন ছিল। এ ছাড়া আহত র‌্যাব সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।’

র‍্যাবের কর্মকর্তা লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব আরও বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। ঘটনাস্থল থেকে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা, চারটি দেশীয় বন্দুক (এলজি) ও ২১টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৬ জুন ২০১৯, ৯:১৯ পূর্বাহ্ণ ৯:১৯ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ