জাতীয়

ঘরমুখো মানুষের ঢল আকাশ পথেও

রাজধানীতে ঈদের আমেজ এখনও কাটেনি। ঈদ শেষে এখন রাজধানীমুখী জনতার স্রোত। ছুটি কাটিয়ে সড়ক, রেল ও নৌপথের মতো আকাশ পথেও ঢাকায় আসতে শুরু করেছেন অনেকেই।

রোববার (৮ জুন) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে গিয়ে দেখা যায় ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে আসা মানুষের ভিড়।

চেনা শহরে ফিরে এলেও সবার মধ্যে অনেকটা চাপা কষ্ট। কারণ জানতে চাইলে শিপিং কর্পোরেশনে কর্মরত আজাহার আলীর মেয়ে সালমা আলী বলেন, মাত্র পাঁচদিন ছিলাম সৈয়দপুরে, মন ভরেনি। আরও কয়েকটা দিন গ্রামের বাড়ি থাকতে পারলে ভালো হতো। আগামী ঈদে আবার যাব।

আজ সকাল থেকেই রাজধানীর বেশির ভাগ বাস টার্মিনাল, রেলস্টেশন, সদরঘাট ও বিমানবন্দরে গিয়ে দেখা গেছে রাজধানীমুখী মানুষের ভিড়। যাত্রীদের এই চাপ আগামী আরও কয়েক দিন থাকবে বলে জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ট্রাফিক স্টাফ শাজাহান।

উল্লেখ্য গত ৫ জুন সারাদেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এরপর তিনদিন কেটে গেলেও রাজধানী ঢাকা স্বাভাবিক হতে সময় লাগবে আরও কয়েক দিন।

প্রায় দুই কোটি মানুষের মহানগরী ঢাকা ঈদের ছুটিতে ছিল ফাঁকা। শনিবার বেশকিছু বেসরকারি অফিস খুললেও আজ (রোববার) থেকে সব সরকারি অফিস-আদালতে কর্মচাঞ্চল্য ফের শুরু হয়েছে। তাই পরিবার নিয়ে শুক্রবার থেকেই রাজধানীতে ফিরতে শুরু করছেন ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়া লোকজন। এখন বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী যাত্রীদের স্রোত বাড়ছে। বাস টার্মিনাল, রেলস্টেশন, সদরঘাটে ক্রমেই বাড়ছে রাজধানীতে ফিরে আসা যাত্রীদের ভিড়, যা থাকবে আরও কয়েক দিন।।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৯ জুন ২০১৯, ৫:৫৪ অপরাহ্ণ ৫:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ