খেলাধুলা

তামিম ইকবাল-আয়েশার অনন্য প্রেমকাহিনী

এই তরুণীকে বলা হয় সুপারওয়্যাগ! ডাকসাইটে সুন্দরী এই তরুণী বাংলাদেশের এক তারকা ক্রিকেটারের স্ত্রী। মাত্র ১৫ বছর বয়সে বাংলাদেশের এই ক্রিকেটার প্রেমে পড়েছিলেন আয়েশা সিদ্দিকির। এক বন্ধুর মাধ্যমেই প্রেমের প্রস্তাব দেন।

আয়েশা যদিও তামিম ইকবাল নামে ওই ক্রিকেটারকে প্রথমে পাত্তা দেননি। বয়সে ছোট ছিলেন, পরিবারের কেউ যদি কিছু বলে, তাই ফিরিয়ে দিয়েছিলেন তামিমকে।

পরবর্তীতে যদিও আয়েশা তামিমের প্রস্তাবে সম্মতি দেন। চুটিয়ে প্রেম করার সময় খুব কম ছিল না তাঁদের। কিন্তু বেশিটাই ছিল লং ডিস্ট্যান্স!

এদিকে আয়েশা ক্রিকেটের তেমন ভক্ত নন, তিনি পছন্দ করেন ফুটবল। কিন্তু প্রায় আট বছর প্রেমের সম্পর্ক ছিল তাঁদের। এমনটাই বলছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

মালয়েশিয়া থেকে পড়াশোনা করেছেন আয়েশা, ১৮ বছর বয়সে দিদির সঙ্গে বাইরে যান পড়তে। আয়েশা বাইরে যাওয়ার সময় তামিম বাংলাদেশের জাতীয় দলে সুযোগ পেলেন। তবে তামিম কিন্তু মালয়েশিয়া যেতেন আয়েশার সঙ্গে দেখা করতে।

মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন আয়েশা।

২০১৩ সালের জুন মাসে চট্টগ্রামে বিশাল অনুষ্ঠান করে বিয়ে করেন তামিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের নামী তারকারা। ছিলেন রাজনীতিবিদ খালেদা জিয়াও।

আয়েশার সঙ্গে তামিমের বিয়ের পর তো বাংলাদেশে তামিমের প্রচুর অনুরাগী তাঁদের বাড়ির সামনেও এসে কান্নাকাটি করেছিল।

তামিম বলেন, আয়েশার মতো স্ত্রী পেয়ে তিনি সত্যিই ভাগ্যবান। কারণ আয়েশা কিন্তু তামিমকে ভালবেসেই ফুটবলের চেয়ে ক্রিকেটকে বেশি ভালবেসে ফেলেছেন।

তামিম ও আয়েশার একটি পুত্রসন্তানও রয়েছে। আয়েশা বেশ কিছু সামাজিক কাজকর্মে যুক্ত।

সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় আয়েশা। তাঁর প্রায় এক লক্ষের কাছাকাছি ফলোয়ার রয়েছে।

সন্তান ও মায়ের সম্পর্ক, সন্তানের প্রতি মায়ের দায়িত্ব, মাতৃত্ব নিয়ে বিভিন্ন আলোচনাসভা ও বিজ্ঞাপনেও অংশ নেন আয়েশা।

মাত্র ১৫ বছর বয়সে বাংলাদেশের এই ক্রিকেটার প্রেমে পড়েছিলেন আয়েশা সিদ্দিকির। এক বন্ধুর মাধ্যমেই প্রেমের প্রস্তাব দেন।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২ জুন ২০১৯, ৭:১৯ অপরাহ্ণ ৭:১৯ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ