জাতীয়

রাজধানী ছাড়তে শুরু করছে ঢাকাবাসী

আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে মাটির টানে রাজধানীর কর্মজীবী মানুষেরা ছুটছে গ্রামে নিজ পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করতে। তবে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ মে ) অফিস করে অনেকেই নিজ গ্রামের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ইট-পাথরের এই শহর ছেড়ে নানা ভোগান্তি ও দূর্ভোগের কথা মাথায় রেখে আগে-ভাগেই পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। কেউ পেয়েছে ছুটি নিয়েছে আর কেউবা যাচ্ছেন অফিস শেষ করে।

বৃহস্পতিবার (৩০ মে) থেকে সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ বাড়ি ফিরতে শুরু করেছে। তবে বিভিন্ন কলেজ ইর্নিভাসিটি ছাত্র-ছাত্রীদেরকেও বাড়ি ফিরতে দেখা গেছে। ইডেন কলজের ছাত্রী জাফরানা বলেন, ‘কলেজ আগে ছুটি দেয়ায় একটু তাড়াতাড়ি বাড়িতে (কক্সবাজার) যাচ্ছি। তবে যেন ভোগান্তি না পোহাতে হয়।’

এদিকে খুলনাগামী বাসের এক যাত্রী বলেন, ‘আজকে ছুটি পেয়েছি তাই আগে ভাগেই মা,বাবার সাথে ঈদ করতে যাচ্ছি। কিছু দিন পরে তো মানুষের চাপ বাড়বে তাই আগেই চলে যাচ্ছি।’

মূলত ঘরে ফেরা মানুষের আসল যুদ্ধ শুরু হবে আগামী ২ কিংবা ৩ জুন। তবে সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ বৃহস্পতিবার ( ৩০ মে) থেকে ঘরে ফিরতে শুরু করছে। এ ব্যাপারে গ্রীন লাইন পরিবহনের এক কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন, ‘আজকে যাত্রী একটু কম কিন্তু ২৭ বা ২৮ রমজানে চাপ বাড়বে।’

টিকেট দাম বেশী নেওয়া হচ্ছে কি না এরকম প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে আমরা টিকেট মূল্য আগের মতই রয়েছে। কিন্তু কিছু অসাধু সিণ্ডিকেট ঈদকে কেন্দ্র করে বেশী টাকা হাতিয়ে নিচ্ছে যা আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’

তবে টিকেট না পেয়ে অনেকেই হতাশা প্রকাশ করেন এবং টিকেট কালোবাজারিদের উপর দায় চাপান।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৩১ মে ২০১৯, ২:০১ অপরাহ্ণ ২:০১ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ