আন্তর্জাতিক

ব্রিটেনের প্রধানমন্ত্রী হলে যা করবেন সাজিদ জাভিদ

ব্রিটেনের টোরি দলের নেতা হিসেবে প্রার্থিতা ঘোষণার পর ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, তিনি যদি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন, তবে সড়কের নিরাপত্তায় ২০ হাজারের বেশি পুলিশ কর্মকর্তা মোতায়েন রাখবেন।

ব্রিটেনের ট্যাবলয়েড ডেইলি সানকে সাজিদ জাভিদ বলেন, প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলে আমি রাস্তায় তল্লাশি ও নিরাপত্তা বাড়িয়ে দেব। কাজেই বিপুল প্রতিশ্রুতি রক্ষায় তিন বছরে তিনি একশ কোটি ডলার ব্যয় করবেন বলে জানিয়েছেন।

তেরেসা মে পদত্যাগের ঘোষণা দেয়ার পর আরও ১১ জনের সঙ্গে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে শামিল হয়েছেন ব্রমসগ্রোভ অঞ্চলের এই এমপি।

চলতি বছরের শুরুতে ব্রিটেনে ছুরি হামলার ঘটনা বাড়তে থাকার মধ্যে দেশটির পুলিশ প্রধানের সঙ্গে দেখা করেন সাজিদ জাভিদ।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে ছুরি হামলা বেড়ে যাওয়ার ঘটনায় ব্রিটেনে পুলিশের সংখ্যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ২০০৯ সাল থেকে ২০ হাজারের পুলিশ কমিয়ে এনেছে দেশটি।

এই মুসলিম এমপি বলেন, আমলাতন্ত্রের স্তরগুলো কমিয়ে পুলিশ যাতে পুলিশিংয়ে মনোযোগ দিতে পারে, সেদিকেই নজর দেবেন তিনি।

সাজিদ বলেন, পুলিশকে তিনি রাস্তায় ব্যস্ত রাখতে চান। অপরাধীদের মধ্যে দায়মুক্তির সংস্কৃতির ইতি ঘটানোর কথা জানিয়েছেন তিনি।

ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার দৌড়ে সোমবার যোগ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। দলীয় সদস্যদের তিনি বলেন, সবার আগে আমাদের ব্রেক্সিট বাস্তবায়ন করতে হবে।

টুইটারে একটি ভিডিও পোস্ট করার মাধ্যমে নিজের প্রার্থিতা ঘোষণা করেন তিনি। সাজিদ জাভিদ বলেন, গত রাতের ফল ঘোষণা সবাইকে একটি বিষয় পরিষ্কার করেছে, তা হচ্ছে-সবার আগে ব্রেক্সিট।

তিনি বলেন, আস্থা ফিরিয়ে আনা, ঐক্য প্রতিষ্ঠা করা এবং ব্রিটেনজুড়ে নতুন সুযোগ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২৯ মে ২০১৯, ৮:৪৫ অপরাহ্ণ ৮:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ