জাতীয়

‘জুলাই থেকে মিলবে ই-পাসপোর্ট’

আগামী ১ জুলাই থেকেই ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) দেওয়া যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কামাল। এজন্য এরইমধ্যে জার্মানির একটি কোম্পানির সঙ্গে সব ধরনের কার্যক্রমও শেষ করে আনা হয়েছে। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক ইফতার অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ওই অনুষ্ঠানের আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশেই ই-পাসপোর্ট ছাপা হবে। এজন্য কার্যক্রম গুছিয়ে আনা হয়েছে। আশা করি নাগরিকরা ১ জুলাই থেকেই ই-পাসপোর্ট পাবেন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে নাগরিকের যেমন ভোগান্তি থাকবে না, তেমনি কোনো তথ্য চুরিরও সুযোগ নেই।

ইফতার অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) ডিজি মেজর জেনারেল মো. সোহায়েল হোসেন খান, ই-পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান, ডিআইপির এডিজি সেলিনা বানু, ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ২০১৭ সালে ই-পাসপোর্ট প্রকল্প শুরু হয়। তবে ২০১৮ সালে জুলাইতে সরকারের জি টু জি চুক্তির আওতায় জার্মান কোম্পানি ভেরিডোজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে পাসপোর্ট অধিদপ্তর। সে অনুযায়ী গত বছরের ডিসেম্বরের মধ্যে ই-পাসপোর্ট বিতরণ শুরুর কথা থাকলেও নানা জটিলতায় তা আর হয়নি।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২০ মে ২০১৯, ৬:০০ অপরাহ্ণ ৬:০০ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ