সারাদেশ

নুসরাতকে নিয়ে সিনেমা বানানোর অনুমতি দিলো না তার পরিবার

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যার ঘটনা নিয়ে সিনেমা বানানোর অনুমতি দিলো না তার পরিবার। দেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু নুসরাতের হত্যাকাণ্ড নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন ।

কিন্তু নুসরাতের পরিবারের পক্ষ থেকে তাঁকে অনুমতি দেওয়া হয়নি। কারণ এতে নুসরাতের আত্মা কষ্ট পাবেন বলে তাদের দাবি। আর তাছাড়া তাদের পরিবার ধার্মিক এবং আলেম পরিবার হওয়ায়ও তারা এতে রাজি হননি।

নুসরাত জাহান বাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, ‘কয়েকজন চলচ্চিত্র পরিচালক ও নাট্য পরিচালক আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে পরিবারের সবাই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়ায় তাতে রাজি হননি। আমাদের বাপ, দাদা, চাচা ও ভাই সবাই আলেম।’

নুসরাত জাহান রাফির মা শিরিন আক্তার বলেন, ‘আমার মেয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। শুনতেছি কেউ কেউ নাকি আমার মেয়েকে নিয়ে নাটক ও সিনেমা বানানোর প্রস্তুতি নিয়েছেন। দয়া করে আমার মেয়েকে নিয়ে কেউ সিনেমা বা নাটক বানাবেন না।

আমার মেয়েকে নিয়ে অনেকে ওয়াজ ও গজল বানিয়েছেন। আরো বানাতে পারেন। কিন্তু কোনো সিনেমা বা নাটক বানিয়ে আমার মেয়ের আত্মাকে কষ্ট দেবেন না।’

শিরিন আক্তার বলেন, ‘নুসরাত শহীদ হয়ে গোটা বিশ্বের মানুষের মনে দাগ কেটেছে। সে কবরে চিরনিদ্রায় শায়িত আছে। সিনেমা-নাটক বানিয়ে তাকে দয়া করে দোজখে নেবেন না। তাকে নিয়ে সিনেমা ও নাটক বানালে তার আত্মা কষ্ট পাবে। আমরা আখেরাতে তার কাছে জবাব দিতে পারব না। আমার মেয়ে একটি নিষ্পাপ ফুল।’

নুসরাতের মা আরো বলেন, ‘আমরা জীবিত অবস্থায় নুসরাতের খুনিদের বিচার দেখে যেতে চাই। তাহলে আমার মেয়ের আত্মা শান্তি পাবে।’

সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা করায় গত ৬ এপ্রিল নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে তার শরীরের ৭৫-৮০ ভাগ পুড়ে যায়। ১০ এপ্রিল ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যান।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৯ মে ২০১৯, ২:০০ পূর্বাহ্ণ ২:০০ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ