খেলাধুলা

মঞ্চেই প্রাণ হারালেন বিশ্বখ্যাত রেসলার সিলভার কিং!

রিঙের মধ্যেই মৃত্যু হল বিশ্বখ্যাত কুস্তিগির সিলভার কিংয়ের। শনিবার লন্ডনের রাউন্ডহাউসে প্রতিপক্ষ জুভেন্তাদ গুর্রেরার সঙ্গে লড়াইয়ে ৫১ বছর বয়সি কিংয়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আয়োজক সংস্থা।

উত্তর লন্ডনে রাউন্ডহাউসে ‘দ্য গ্রেটেস্ট শো অফ লুচা লিবরে’ ইভেন্টে মুখোশধারী কুস্তিগির কিংকে মাটিতে পেড়ে ফেলেন প্রতিদ্বন্দ্বী গুর্রেরা। এরপর নিজের বিজয় পালন করতে শুরু করেন গুর্রেরা। তিনি হয়তো বুঝতেই পারেননি তার তার প্রতিপক্ষের প্রাণহানি ঘটে গেছে।

এদিকে রিঙের মাঝে নিশ্চল হয়ে পড়ে থাকেন কিং। কিছুক্ষণ পরে তাঁর সাহায্যে ক্যানভাসে উঠে পড়েন স্বেচ্ছাসেবকরা। খবর এই সময়ের।

মেক্সিকোর জনপ্রিয় ফ্রি স্টাইল কুস্তিগির সিলভার কিংয়ের আসল নাম সিজার গঞ্জালেস। ‘ন্যাচো লিবরে’ ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেও তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। লন্ডন অ্যাম্বুল্যান্স সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় পাঁচ মিনিট পরে রাত ১০.২১ নাগাদ রিংয়ে ঢোকেন প্রথম চিকিৎসক। কিন্তু কিংয়ের দেহে প্রাণ ফেরাতে সকলেই ব্যর্থ হন।

মাত্র কিছু দিন আগে ২০০৬ সালে তৈরি ‘ন্যাচো লিবরে’ ছবিতে র‌্যামসেস চরিত্রে রূপদান সম্পর্কে এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করেছিলেন কিং।

এদিন রাউন্ডহাউসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘শনিবার রাতে একটি ইভেন্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে সিলভার কিংয়ের। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য জানানো সম্ভব নয়। তাঁর পরিবার, পরিজন এবং লুচা লিবরে টিমের সকলের প্রতি আমাদের সমবেদনা জানাই।’

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১২ মে ২০১৯, ১১:৩৭ অপরাহ্ণ ১১:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ