সারাদেশ

রমজানে ২ টাকায় ১০ পদের ইফতার!

রমজানে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেটের ‘হেলপিং উয়িং’ নামক একটি সংস্থা। মাত্র দুই টাকায় সংস্থাটি পাঁচ দিন ১০ পদের ইফতার করাবে নগরবাসীকে।

সংস্থাটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা কারও আত্মমর্যাদায় আঘাত লাগুক এমন কিছু করতে চাইছেন না বলেই দুই টাকার বিনিময়ে ইফতার সরবরাহ করতে চান।

জানা গেছে, ১৩-১৭ মে পর্যন্ত নগরীর সুবিদবাজার, কুমারপাড়া, শাহী ঈদগাহ, নাইওরপুল ও চৌহাট্টাসহ পাঁচটি পয়েন্টে তারা দুই টাকায় ইফতার সরবরাহ করবেন।

আয়োজকরা জানান, প্রতিদিন বিকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত দুই টাকায় ১০ পদের ইফতারের প্যাকেট দেয়া হবে।

এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষ যথেষ্ট উপকৃত হবেন বলেও মনে করছেন তারা।

অবশ্য ইতিমধ্যে বিষয়টি নিয়ে নগরবাসীর মধ্যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।

এই সেবামূলক উদ্যোগে যেকোনো সচেতন নাগরিকের শরিক হওয়ার যথেষ্ট সুযোগও রয়েছে। যে কেউ সাহায্যের হাত প্রসারিত করতে পারেন।

নগদ টাকা দিতে পারেন। দিতে পারেন ইফতারের বিভিন্ন উপকরণ। যেমন- তেল, চাল, ডাল, জিলাপি, ডালডা, খেজুর, বুট ইত্যাদি।

যারা এসব কিছুই দিতে পারবেন না বা দেবেন না, তারা কেবল নিজের শ্রম দিয়ে স্বেচ্ছাসেবী হিসেবেও এ উদ্যোগের সঙ্গে জড়িত থাকতে পারবেন।

বিষয়টি নিয়ে নগরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তারা একে স্বাগত জানাচ্ছেন।

জিন্দাবাজার এলাকার অবসরপ্রাপ্ত আবদুল হানিফ (৬৫) বলেন, এটি একটি দারুণ উদ্যোগ। রমজানে রোজাদারদের আবেগ-অনুভূতিকে পুঁজি করে সবাই যখন অতিরিক্ত রোজগারের ধান্ধায় ব্যস্ত থাকেন, তখন দুই টাকায় ইফতার সরবরাহ নিঃসন্দেহ একটি প্রশংসনীয় উদ্যোগ।

তিনি নিজে এ উদ্যোগের সঙ্গে শরিক হতে আগ্রহ প্রকাশ করেন।

নগরীর কাজীরবাজার এলাকার বস্তিবাসী সামেলা খাতুন জানান (৭০) পাঁচ দিন হলেও তিনি প্রতিদিন দুই টাকার ইফতার আনতে যাবেন। অন্তত পাঁচ দিন ১০টি আইটেম দিয়ে ইফতার করা তার কাছে বিশাল ব্যাপার।

সামেলা সিলেটের সচেতন সর্বস্তরের জনগণকে উদ্যোগটিতে সংশ্লিষ্ট হওয়ার আহ্বান জানান।

উদ্যোগটির সঙ্গে জড়িত হতে আগ্রহীরা ০১৭১১৩৭৯৩৩৪ নম্বরে যোগাযোগ করতে পারেন।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৭ মে ২০১৯, ১:১৯ অপরাহ্ণ ১:১৯ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ