জাতীয়

ঈদের পর মির্জা ফখরুলের আসনে ভোট

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় শূন্য বগুড়া-৬ আসনে ঈদের পরপরেই উপ-নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ১৮ জুন অন্যান্য স্থানীয় সরকারের নির্বাচনের সঙ্গে এ নির্বাচন করার চিন্তা করা হচ্ছে।

এদিকে, একাদশ জাতীয় সংসদে বিএনপির প্রাপ্ত একটি সংরক্ষিত নারী আসনের জন্য আগামী সাত দিনের মধ্যে প্রার্থির নাম চাইবে ইসি। এক্ষেত্রে প্রার্থীর নাম রিটার্নিং কর্মকর্তারা কাছে জমা দিতে হবে। রিটার্নিং কর্মকর্তা যদি দেখেন, সব কাগজ ঠিক আছে, তবে কমিশন তাকে নির্বাচিত ঘোষণা করবে।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানিয়েছেন, ঈদের পরপরই বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, আইন অনুযায়ী-কোনো আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। আমরা কমিশনকে বিষয়টি জানিয়েছি। কমিশন সিদ্ধান্ত দিলে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তিনি বলেন, ঈদের পরপরই এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জুনের মধ্যেই এ নির্বাচন করে ফেলতে চাই। কেননা, জুলাইতে বৃষ্টি বেড়ে যাবে। বর্ষার বিষয়ও রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। তবে নির্ধারিত সময়ে তিনি শপথ না নেয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

গত ৩০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। সংবিধান অনুযায়ী আসন শূন্য ঘোষণা করার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

সচিব আরও বলেন, বিএনপি পাঁচটি আসনের জন্য জাতীয় সংসদে একটি সংরক্ষিত নারী আসন পারে। এজন্য আমরা আগামী সাত দিনের মধ্যে দলটি নাম জানাতে বলবো। এক্ষেত্রে প্রার্থীর নাম রিটার্নিং কর্মকর্তারা কাছে জমা দিতে হবে। রিটার্নিং কর্মকর্তা যদি দেখেন, সব কাগজ ঠিক আছে, তবে আমরা গেজেট প্রকাশ করবো।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৫ মে ২০১৯, ১০:৪৭ অপরাহ্ণ ১০:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ