সারাদেশ

মাইকে মৃত্যুর খবর প্রচার, হঠাৎ চোখ মেললেন গৃহবধূ!

চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের। অনেকে আবার গেছেন কবর খুঁড়তে আর কেউ কেউ বাঁশের সন্ধানে। এরই মধ্যে মসজিদের মাইকে মৃত্যুর খবর প্রচার করা হয়েছে। এর মাঝেই খবর এলো চোখ মেলে তাকিয়েছে গৃহবধূ সাজু বেগম (৩৫)। যার মরদেহ দাফনের প্রস্তুতি চলছিল।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের বকাউল কান্দিতে এ ঘটনাটি ঘটেছে। সাজু বেগম নামের ওই গৃহবধূ বকাউল কান্দি বাসিন্দা জাহাঙ্গীর পেদার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার ও শ্বাসকষ্টে ভুগছেন।

এ বিষয়ে গৃহবধূর দেবর মাঈনুদ্দিন পেদার বলেন, সাজু বেগম ক্যানসার ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে প্রায় দেড় মাস ধরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার তার শারীরিক অবস্থার বেশি অবনতি হলে চিকিৎসকরা তাকে বাড়ি নিয়ে যেতে বলেন। পরে একটি অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নিয়ে আসার সময় হঠাৎ শ্বাস-প্রশ্বাস ও কথাবার্তা বন্ধ হয়ে যায় সাজু বেগমের।

এ সময় তার সঙ্গে থাকা পরিবারের লোকজন তাকে মৃত ভেবে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের খবর দেন। আর তার মৃত্যুর খবর শোনার পর পরই গ্রামের বাড়িতে স্বজনদের মাঝে শুরু হয় কান্নাকাটি। সাজু বেগমের মৃত্যুর খবর মাইকে প্রচার করে প্রস্তুতি চলছিল দাফনের। কিন্তু এক থেকে দেড় ঘণ্টা পর হঠাৎ করেই চোখ মেলে তাকান গৃহবধূ সাজু বেগম। তবে এখনও আশঙ্কামুক্ত নন তিনি।

জানা যায়, সাজু বেগমের তিন মাস বয়সী এক কন্যা সন্তান সহ মোট ৪ জন মেয়ে সন্তান আছে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ২ মে ২০১৯, ৫:৫০ অপরাহ্ণ ৫:৫০ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ