চাকরি

কামাল, রবের সাক্ষাৎকারও নেবেন তারেক

বিএনপির পর শরিক মনোনয়ন প্রত্যাশীদেরও সাক্ষাৎকার নেবেন তারেক জিয়া। বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতা বলেছেন, ২০ দল এবং ঐক্যফ্রন্টের শরিকরা কে কত আসন পাবে, তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানই ঠিক করবেন।

এর অর্থ হলো, ড. কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ.স.ম. আবদুর রবের মতো নেতারা, কে কোন আসন পাবেন তা নির্ধারণ করবেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

যিনি একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, অন্য মামলায় হাইকোর্ট থেকে ৭ বছরের কারাদণ্ড সাজা প্রাপ্ত। গত দুইদিন ধর আইনের চোখে ফেরারি এই ব্যক্তিটি বিএনপির মনোনয়ন বোর্ডের সভায় স্কাইপে নেতৃত্ব দিচ্ছেন।

বিএনপির একাধিক নেতা বলেছেন, বিএনপির মনোনয়ন শেষ হলেই তারেক প্রথমে ২০ দল এবং তারপর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বসবেন। বিএনপির একজন নেতা বলেছেন, শরিকদের পক্ষ থেকে আসন বণ্টন নিয়ে চাপ আছে।

এনিয়ে বিরোধ এড়াতেই তারেক জিয়ার হস্তক্ষেপ প্রয়োজন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বিএনপি কতটা আসন শরিকদের জন্য ছেড়ে দেবে সেই সিদ্ধান্ত দিতে পারে মাত্র দুই জন। একজন বেগম খালেদা জিয়া, অন্যজন তারেক জিয়া।’

তিনি বলেন, ‘আমাদের দুই শরিক যেভাবে তালিকা দিয়েছে তাতে তাদের সন্তুষ্ট করতে অন্তত আড়াইশ আসন ছেড়ে দিতে হয়। তাহলে তো বিএনপিই থাকে না। এজন্য এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হস্তক্ষেপ প্রয়োজন।’

বিএনপির দায়িত্বশীল সূত্র গুলো বলছে, বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ শেষ হলেই, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলের বৈঠক অনুষ্ঠিত হবে। ঐ বৈঠকে তারেক জিয়া যুক্ত হবেন।

তিনি শরিকদের আসন ভাগাভাগি প্রশ্নে সমাধান দিবেন। সূত্র বলছে, ২০ দলের শরিকদের জন্য তারেক সর্বোচ্চ ৩০ টি আসন ছেড়ে দেবেন। অথচ ২০ দলের দ্বিতীয় বৃহত্তম দল জামাত ইতিমধ্যেই ৫০ টি আসনের তালিকা বিএনপিকে দিয়েছে। তারেক জিয়া তাদের সঙ্গে সরাসরি দরকষাকষি করবেন।

বিএনপির একজন নেতা বলেছেন, তারেক জিয়ার কাছে সারাদেশের জরিপ আছে। এই জরিপ অনুযায়ী সেখানে বিএনপির প্রার্থী দুর্বল বা মামলার কারণে প্রার্থী হওয়ার অযোগ্য সেখানেই শুধু শরিকদের ছেড়ে দেবেন। তবে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যাপারে তারেক জিয়ার ভিন্ন চিন্তা রয়েছে বলে বিএনপির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন।

তারেক ঐক্যফ্রন্টের হেভিওয়েট নেতা যেমন ড. কামাল হোসেন, আ. স. ম. আবদুর রব, মাহমুদুর রহমান মান্নাকে ঢাকা মহানগরীর আসনগুলোতে প্রার্থী করাতে চায়। এ ব্যাপারে ২০ দলের সঙ্গে বৈঠকের পরপরই ঐক্যফ্রন্টের সঙ্গেও স্কাইপে যুক্ত হবেন তারেক জিয়া।

এর মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন দুটি জোটের মনোনয়ন প্রদানের একক ক্ষমতার অধিকারী হলেন তারেক জিয়া। এ ব্যাপারে ফ্রন্টের নেতারা কিছুটা মনঃক্ষুণ্ণ হলেও আসন হারানোর ভয়ে কেউ কোনো কথা বলতে রাজি নন।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৯ নভেম্বর ২০১৮, ৯:০৬ অপরাহ্ণ ৯:০৬ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ