চাকরি

বিএনপির মনোনয়নপত্র কিনলেন ইলিয়াসপত্নী লুনা

নির্বাচনের হিসেব-নিকাশের পেঁচে অবশেষে গত রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট অংশগ্রহণের ঘোষণা দেয়। এরপর দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল সোমবার থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। সিলেট ২ আসন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী নির্বাচনী এলাকা। তিনি দীর্ঘ সাড়ে ৬ বছর ধরে নিখোঁজ রয়েছেন। এখনও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে তাঁর ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন তিনি।

ইলিয়াস আলীর অবর্তমানে তাঁর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী-অধ্যুষিত সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট বিভাগীয় বুথ থেকে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।

বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়া তাহসিনা রুশদীর লুনা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। তিনি এলাকার মানুষের কাছে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবেও পরিচিত। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে তাহসিনা রুশদীর লুনা বলেন, আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে কি-না তা নিয়ে সন্দেহ রয়েছে।

সুষ্ঠু নির্বাচন হলে সারা দেশে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে। তিনি নিখোঁজ স্বামী ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য এলাকার সকল ভোটারের কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেলে তিনি সিলেট ২ আসনের দুই উপজেলার সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানের পথ খুঁজতে টিম গঠন এবং সে অনুযায়ী নির্বাচনী ইশতেহার তৈরি করবেন। এ ক্ষেত্রে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৩ নভেম্বর ২০১৮, ৫:১৩ অপরাহ্ণ ৫:১৩ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ