সারাদেশ

কীভাবে কাজ করবে বিল গেটসের নতুন টয়লেট প্রযুক্তি?

সম্প্রতি মার্কিন বিলিয়নিয়ার বিল গেটস নতুন এক ধরনের টয়লেট উন্মোচন করেছেন। এই টয়লেটে কোনও পানি ব্যবহার করতে হবে না। এতে থাকবে না কোনো পয়োবর্জ্য সংরক্ষণাগারও। কিন্তু কীভাবে কাজ করবে এই টয়লেট?

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রযুক্তির টয়লেটটি বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করে মানব বর্জ্যকে স্বয়ংক্রিয়ভাবে সারে রূপান্তর করবে। এটা টয়লেটের ভেতরেই প্রক্রিয়াজাত হয়ে যাবে। কোন পাইপে করে কোথাও ফেলার ব্যবস্থা করতে হবে না।

অত্যাধুনিক টয়লেট প্রযুক্তি উম্মোচন অনুষ্ঠানে বিল গেটস বলেন, নতুন ধরণের টয়লেটে একটা রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করা হবে। এর মাধ্যমে মানুষের মল থেকে বাজে গন্ধ এবং ক্ষতিকর প্যাথোজেনগুলো দূরীভূত হবে। বাকি থাকবে ছাইয়ের মতো একটা জিনিস। এটাই সার হিসেবে ব্যবহার করা যাবে।

অত্যাধুনিক টয়লেটের বেশ কয়েকটি ধরন রয়েছে। তবে সবগুলোই তরল এবং কঠিন বর্জ্যকে আলাদা করার মাধ্যমে কাজ করে। বর্তমান টয়লেটে বর্জ্য সরে যায় পানির মাধ্যমে এবং সেটা কোনও এক নর্দমায় বা সংরক্ষণাগারে জমা হয়। কিন্তু নতুন প্রযুক্তির টয়লেটে এ ধরনের কোনও সংরক্ষণাগার বা পাইপ নেই।

দীর্ঘদিন ধরেই নতুন প্রযুক্তির টয়লেট নিয়ে কাজ করছিল বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে গেটস জানান, অত্যাধুনিক টয়লেট বাজারে আসার জন্য প্রস্তুত। খুব শিগগিরই বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটা ছড়িয়ে পড়বে বলেও আশা করা হচ্ছে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৯ নভেম্বর ২০১৮, ৪:৩৭ অপরাহ্ণ ৪:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ