চাকরি

ঐক্যফ্রন্টের আবার সংলাপের জন্য চিঠি

আবার সংলাপের জন্য আগামীকাল রোববার (৪ই নভেম্বর) প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিবে জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার রাতে এই বিষয় নিশ্চিত করেন মাহমুদুর রহমান মান্না। এর আগে শনিবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জোট নেতা ড. কামাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ,

গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, আ ব ম মোস্তফা আমিন, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু, শাহ আহমদ বাদল, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক প্রমুখ। এর আগে নির্বাচন কমিশনে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল একটি আবেদন করেছেন। শনিবার (৩ নভেম্বর) দুপুরে ইসিকে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে ড কামাল এ আবেদন করেন।

এ আবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ শেষ হওয়ার পর তফসিল ঘোষণার তারিখ নির্ধারণের অনুরোধ করেছে তিনি। এদিকে, ঐক্যফ্রন্ট আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসতে ইচ্ছুক। তফসিল ঘোষণা বন্ধ রাখার জন্য ইসি বরাবর আবেদন থেকে এমনটা জানা যায়।

আবেদনে তিনি জানান, ‌‌‌‘আপনারা জানেন, গত ১ নভেম্বর ২০১৮ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গণভবনে জাতীয় ঐক্য ফ্রন্টের সংলাপ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সংলাপে বলেছেন তফসিল ঘোষণার বিষয়টি একান্তভাবেই নির্বাচন কমিশনের ব্যাপার। আপনারা নিশ্চয় অবগত আছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ অব্যাহত রয়েছে।’

‌‌‌আবেদনে বলা হয় ‘আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন যে ৮ নভেম্বর এর পরে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সংলাপের বিষয়ে আবারো বিবেচনা রয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আবারো সংলাপে বসার জন্য ইচ্ছুক।’

এদিকে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘অবাধ ও সুষ্ঠুভাবে একাদশ জাতীয় নির্বাচন হবে, তাতে কোনো সন্দেহ নেই। এজন্য অপমান সয়েও দেশের মানুষের কথা ভেবে সংলাপে বসেছি। তাদের বক্তব্য শুনেছি, সংবিধান মেনে যতোটুকু সম্ভব তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। কিন্তু তারা যখন সংলাপে বসছে তখনই আবার আন্দোলনেরও ডাক দিচ্ছে। এটা কিভাবে দেখবো? সেটা দেশবাসীর ওপর ছেড়ে দিলাম।’

শনিবার (৩ নভেম্বর) রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জেল হত্যা দিবসের স্মরণ সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের আগে সংলাপে বসার জন্য আমি তাকে ডাকলাম। তাকে ফোন করলাম, তিনি ধরলেন না। ফিরতি ফোন করার মতো ভদ্রতাও দেখাননি। এরপর আমি আবারও ফোন করি, কী ধরনের অকথ্য গালিগালাজ করা হয়েছিলো আপনাদের নিশ্চয় মনে আছে। এরপর, নির্বাচন হলো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৫ সাল, খালেদা জিয়ার ছোট ছেলে যখন মারা গেল; আমি গেলাম সন্তানহারা একজন মাকে মায়ের জায়গা থেকে সান্তনা দিতে। এটা এমন এক সময় যখন খালেদা জিয়া থ্রেট করেছে আমাদের সরকারকে উৎখাত না করে ঘরে ফিরবে না। তারপরও আমি গেলাম, কারণ আমি একজন মা।’ সমবেদনা জানাতে যাওয়ার পরও মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘অথচ সমবেদনা জানাতে যাওয়ার পরও মুখের উপর দরজা বন্ধ করে দিল। ভেতরে গাড়ি ঢুকতে দেবে না।

আমি বললাম আমি ছোট গেট দিয়ে যাব। সে গেটটাও বন্ধ করে দেয়া হল। এরকম একটা অপমান, তারপরও আপনারা দেখেছেন; সবকিছু জেনেও, হয়ত ভুলতে পারব না- সহ্য করে, চেয়েছি আগামী নির্বাচন যাতে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ হয়, কোন সন্দেহ না থাকে তাই সংলাপ হোক।’ ঐক্যফ্রন্টের চিঠি বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘ঐক্যফ্রন্ট থেকে সংলাপের জন্য চিঠি দেওয়া হলো, আমি স্বাগত জানালাম। ময়মনসিংহে মিটিং করে, তারপর এসেও আমি আলোচনা করেছি। ঐক্যফ্রন্ট-যুক্তফ্রন্ট দুইটা গ্রুপের সঙ্গে আমাদের মিটিং হয়ে গেছে। এরপর আরো সকলের সঙ্গে আমরা আলোচনা করব। তারা আলাপ করতে চেয়েছে, সংলাপ করতে চেয়েছে; আমরা করেছি। তারা যে দাবি করেছে, আমাদের পক্ষে সংবিধান মেনে যতটুকু সম্ভব আমরা মেনে নেওয়ার কথা বলেছি।’

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ৩ নভেম্বর ২০১৮, ১১:০১ অপরাহ্ণ ১১:০১ অপরাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • ইসলাম

ইবনে সীরীনের মতে স্বপ্নে মা হারিয়ে যাওয়ার স্বপ্নের ব্যাখ্যা কী?

মা হারানোর স্বপ্নের ব্যাখ্যা কী? স্বপ্নে একজন মাকে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনের মধ্যে রয়েছে…

২০ এপ্রিল ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ